সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নিসা মুজিব জেনারেল হাসপাতাল থেকে ২৩ দিনের এক শিশু সন্তান চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের চয়ন ইসলামের স্ত্রী (শিশুটির মা মঞ্জুয়ারা) জানান, গত ১৮ ফেব্রুয়ারি শিশু মাহিমকে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
দুপুরে শিশুটির মা দুপুরের খাবার খাওয়ার সময় অপরিচিত এক নারী শিশুটিকে আদর করার ছলে কোলে তুলে নেয়। এর কিছুক্ষণ পর হঠাৎ শিশুটিকে নিয়ে পালিয়ে যায় ওই নারী। বিষয়টি জানার পর শিশুটিকে উদ্ধারে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ।
শিশুটির মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।