Top

আগামীকাল বঙ্গবন্ধু ম্যারাথনে দেশ-বিদেশের ২০০ অ্যাথলেট দৌড়াবেন

০৯ জানুয়ারি, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ
আগামীকাল বঙ্গবন্ধু ম্যারাথনে দেশ-বিদেশের ২০০ অ্যাথলেট দৌড়াবেন
স্পোর্টস ডেস্ক :

দু’শত অ্যাথলিটের অংশগ্রহণে আগামীকাল রোববার (১০ জানুয়ারি) ঢাকায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। দশটি দেশের ৩৭ বিদেশি অ্যাথলিট অংশ নিচ্ছেন এ ম্যারাথনে।

যেখানে রয়েছেন অলিম্পিকের জন্য প্রস্তুতি নেওয়া বিভিন্ন দেশের অ্যাথলিটরাও। করোনা পরিস্থিতির পর প্রথমবার অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়। যেখান থেকে নিজেদের তৈরি করতে চান টোকিও অলিম্পিকের জন্য।

স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন ভূন্ড বঙ্গবন্ধু পা রাখেন ১৯৭২ সালে ১০ জানুয়ারি। সেই স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি বৈশ্বিক ভাবে পালন করতে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন।

রোববার দুই ক্যাটাগরিতে হবে এ ম্যারাথন। হাফ এবং ফুল ম্যারাথন মিলিয়ে অংশ নিচ্ছেন ২০০ অ্যাথলিট। আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে শেষ হবে হাতিরঝিলে গিয়ে। পুরো আয়োজনের ব্যবস্থাপনা তুলে ধরে সংবাদ সম্মেলন করে আয়োজকরা।

বিশ্বের প্রায় দশটি দেশের অ্যাথলিটরা অংশ নিচ্ছে এই ম্যারাথনে। যেখানে রয়েছে বিদেশি ৩৭ দৌড়বিদ। এরই মধ্যে ঢাকায় পা রেখেছেন তারা। বাংলাদেশের পরিবেশে প্রস্তুতি নিচ্ছেন প্রতিযোগিতার জন্য।


১০ জানুয়ারি হাফ এবং ফুল ম্যারাথন হলেও ডিজিটাল ম্যারথন চলবে ৭ মার্চ পর্যন্ত। যেখানে একটি নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করে বিশ্বের যে কোনো দেশে থেকে অংশ নিতে পারবেন এ ম্যারাথনে। এরই মধ্যে ডিজিটাল ম্যারাথনে আবেদন পড়েছে প্রায় দেড় লাখ।

এই ম্যারাথন প্রতিযোগিতায় দেশের ভিন্ন জেলা থেকে বাছইকৃত প্রতিযোগী অংশগ্রহণ করবেন- এদের মাঝে সিরাজগঞ্জের ডক্টর প্রণব সাহা, প্রশান্ত কেরকেটা, এস এম আসমাউল শাওন বলেন, স্বাস্থবিধি মেনে আমরা প্রতিযোগীতায় অংশ নেব এবং নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে ভালো কিছু করার চেষ্ট করবো।

শেয়ার