Top

আব্দুল্লাহর জোড়া গোলে জয়ে ফিরল শেখ রাসেল

০৪ মার্চ, ২০২১ ৯:৪৬ অপরাহ্ণ
আব্দুল্লাহর জোড়া গোলে জয়ে ফিরল শেখ রাসেল
নিজস্ব প্রতিবেদক :

আগের ম্যাচে পয়েন্ট টেবিলের তলানির দল উত্তর বারিধারার কাছে হেরেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। পরের ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেল ৫-০ গোলে হারিয়েছে পুলিশকে।
১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগের প্রথম পর্ব শেষ করল শেখ রাসেল।

টেবিলে তাদের অবস্থান চতুর্থ। এক ম্যাচ কম খেলা মোহামেডান ও সাইফ স্পোর্টিং ১৯ পয়েন্ট নিয়ে রাসেলের পেছনে। শ্রীলঙ্কান কোচ পাকির আলীর দল পুলিশ ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে।

ম্যাচের মাত্র ৬ মিনিটেই লিড নেয় শেখ রাসেল। হাবিবুর রহমান নোলকের উড়ন্ত থ্রোয়ে বক্সে জটলার মধ্যে পড়ে বল। সেই বল হেডে গোলে পরিণত করেন নাইজেরিয়ান মিডফিল্ডার ওবি মোনেকে। ২৮ মিনিটে দ্বিতীয় গোল রাসেলের। ওবি মোনেকের বাড়ানো বল ধরে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লোপেজ রদ্রিগুয়েজ।

মিনিট আটেক পর আবার লিড। বাঁ প্রান্ত দিয়ে মোহাম্মদ খালেকুজ্জামানের ক্রসে বক্সের মধ্য থেকে ডান পায়ের ভলিতে প্রথম গোল করেন মিডফিল্ডার মোহাম্মদ আবদুল্লাহ পারভেজ। তিন গোলের ব্যবধানে এগিয়ে থেকে শেখ রাসেল বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টা করলেও ব্যর্থ হন পুলিশের ফুটবলাররা। উল্টো আরও দু’গোল হজম করে বসে তারা।

৬৯ মিনিটে আব্দুল্লাহর জোরালো শট পুলিশের গোলরক্ষক সাইফুল ইসলাম খানের হাতে লেগে জালে জড়িয়ে যায় বল। ৮৪ মিনিটে লোপেজের মাইনাসে তাজিকিস্তানের ডিফেন্ডার সিওভোস অ্যাশরোরেভ পুলিশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। শেষে ৫-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ রাসেল

শেয়ার