Top

উপজেলা পরিষদের উপনির্বাচনে বিএনপি’র প্রার্থীর ভোট বর্জন

২৮ ফেব্রুয়ারি, ২০২১ ৬:২৪ অপরাহ্ণ
উপজেলা পরিষদের উপনির্বাচনে বিএনপি’র প্রার্থীর ভোট বর্জন
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ শৈলকূপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হুমায়ুন বাবর ফিরোজ নির্বাচনে গণহারে ভোট ডাকাতির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচনের দিন ওই প্রার্থী তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এই ঘোষণা দেন।

তার ব্যক্তিগত স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম আমি মোঃ হুমায়ুন বাবর ফিরোজ শৈলকুপা উপজেলা উপনির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী। আজ সকালে ভোট শুরু হওয়ার পর থেকে আমার নেতাকর্মী ও সমর্থকদের কে ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান ও গতকাল রাতে সরকার দলীয় লোকজন ও আইন শৃঙ্খলা বাহিনী আমার বিভিন্ন নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ভোট কেন্দ্রে  যেতে নিষেধ করে। উপজেলার সর্বাধিক কেন্দ্রে আমার নির্বাচনী এজেন্টদেরকে ডুকতে বাধা প্রদান ও যে সব কেন্দ্রে আমার এজেন্টরা ঢুকেছিলো তাদেরকে বের করে দিয়ে   নৌকায় সিল মারার মহাউৎসব পালন করছে। ভোটের সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগীতায় ভোট ডাকাতির প্রতিবাদে আমি দলের হাইকমান্ডের সিদ্ধান্ত মোতাবেক ভোট বর্জন করছি ও পুনরায় নতুন করে সুষ্ঠু ভোটের দাবী জানাচ্ছি।।

উল্লেখ্য, গত বছর ৪ নভেম্বর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শিকদার মোশাররফ হোসেন সোনার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

শেয়ার