Top

উড়তে থাকা পিএসজির ঘরের মাঠেই হার

২২ ফেব্রুয়ারি, ২০২১ ১:১৮ অপরাহ্ণ
উড়তে থাকা পিএসজির ঘরের মাঠেই হার
স্পোর্টস ডেস্ক :

নিজেদের সবশেষ ম্যাচে বার্সালোনাকে তাদের মাঠে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে উড়ছিল নেইমারবিহীন পিএসজি। তবে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম ম্যাচে বড় জয় পাওয়া সেই জয়ের আত্মবিশ্বাস তারা ঘরের মাঠে ফ্রেঞ্চ লিগে কাজে লাগাতে পারেনি।

রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে নিজেদের ঘরের মাঠে মোনাকোর কাছে ০-২ গোলে হেরে গেছে পিএসজি। ম্যাচটি জিতলে শীর্ষস্থানে থাকা লিলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে আসত পিএসজির। এখন উল্টো ৪ পয়েন্টে পিছিয়ে গেল তারা। মোনাকোর বিপক্ষে প্রথম দেখায় ২-৩ গোলে হেরেছিল দলটি।

ঘরের মাঠে ম্যাচটি বল দখলের লড়াই কিংবা আক্রমণের ধাঁরে বেশ এগিয়েই ছিল পিএসজি। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় ভুগেছেন দলের ফরোয়ার্ডরা। বার্সার মাঠে হ্যাটট্রিক করে আসা কাইলিয়ান এমবাপে যেন বন্দী ছিলেন নিজের ছায়ায়। এছাড়া নেইমার, অ্যাঞ্জেল ডি মারিয়ার অনুপস্থিতিও টের পাওয়া গেছে ব্যাপকভাবে।

অবশ্য পিএসজিকে চমকে দিয়ে ম্যাচের শুরুতেই লিড নিয়ে নেয় মোনাকো। ম্যাচের মাত্র ৬ মিনিটের সময় প্রথম গোলটি করেন সোফিয়ান দিয়োপ। প্রথমে কাইও হেনরিকের ক্রস হেড করেন রুবেন আগুইলার, সেটি গিয়ে পড়ে দিয়োপের মাথায়, গোলের খুব কাছ থেকে বাকি কাজ সারেন এ ২০ বছর বয়সী তরুণ।

কাকতালীয়ভাবে নিজেদের দ্বিতীয় গোলটি দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই করে পার্ক দি প্রিন্সে অতিথি হয়ে আসা দলটি। এবার গোলদাতা গুইলারমো মারিপান। ডি-বক্সের মধ্যে পিএসজির আলগা রক্ষণের সুযোগ নিয়ে খুব সহজেই ব্যবধান দ্বিগুণ করেন মারিপান। যা পরে ম্যাচ জেতার জন্য যথেষ্ঠ প্রমাণিত হয়।

এ পরাজয়ের পর ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রয়ে গেল পিএসজি। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে চার নম্বরে মোনাকো। সবার ওপরে ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট পাওয়া লিল, ৫৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অলিম্পিক লিওন।

শেয়ার