Top

এসএমই খাতে সুদ হার কমানোর তাগিদ

০৮ ফেব্রুয়ারি, ২০২১ ৫:৫৩ অপরাহ্ণ
এসএমই খাতে সুদ হার কমানোর তাগিদ

শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসএমই খাত। ক্ষতি কাটিয়ে উঠতে এ খাতকে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিতে হবে। তা না হলে অর্থনীতি গতিশীল হবে না।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে ব্যাংক ঋণের সুদ হার কমানোর দাবি জানিয়েছেন নারী উদ্যোক্তারা। পাশাপাশি এ খাতের বিকাশ অব্যাহত রাখতে নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়ার বিষয়টি নিশ্চিতের কথাও বলা হয়।

দুই দিনব্যাপী এশীয় নারী–উদ্যোক্তা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন অংশগ্রহণকারীরা।

বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অফ উইমেনস এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ সম্মেলন শনিবার উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসএমই খাত। ক্ষতি কাটিয়ে উঠতে এ খাতকে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিতে হবে। তা না হলে অর্থনীতি গতিশীল হবে না।

উচ্চ প্রবৃদ্ধি অর্জনে এসএমই খাতের ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী জানান, দেশের ৯৮ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি শিল্প। অথচ তাদের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণের পরিমাণ পর্যাপ্ত নয়। সুদের হারও অনেক বেশি।

এ জন্য এসএমই খাতের উন্নয়নে সুদ হার কমানো ও নারী উদ্যোক্তাদের আরও বেশি ঋণ দেয়ার আহ্বান জানান মন্ত্রী। সেই সঙ্গে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা বাড়ানোর প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের সভাপতি মানতাশা আহমেদ বলেন, ব্যবসা করতে গিয়ে নানা ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছেন নারী উদ্যোক্তারা। এর মধ্যে ঋণ সংকট অন্যতম। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নারী উদ্যোক্তাদের সহায়তা করতে তেমন উৎসাহী নয়।

এসএমই খাতের বিকাশ ধরে রাখতে বেশি বেশি ঋণ দেয়ার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্ব হীদের এ আহ্বান জানান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাহসিন।

শেয়ার