Top

কুড়িগ্রামে চরাঞ্চলে সূর্যমুখী চাষ বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত

২৬ ফেব্রুয়ারি, ২০২১ ৬:১১ অপরাহ্ণ
কুড়িগ্রামে চরাঞ্চলে সূর্যমুখী চাষ বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের চরাঞ্চলে সুর্যমুখী চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সদর উপজেলার চর মাধবরাম এলাাকায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রানালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ, রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক খন্দকার আব্দুল ওয়াহেদ, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  কুড়িগ্রামের উপ-পরিচালক কৃষিবিদ মো: মন্জুরুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু প্রমুখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজস্ব ফলোআপ ও প্রনোদণা কর্মসূচীর আওতায় সুর্যমুখী আবাদ সম্প্রসারণে এ মাঠ দিবসের আয়োজন করে। গত বছর জেলায় ২০ হেক্টর জমিতে সুর্যমুখী চাষ হলেও এ বছর চাষ হয়েছে ২শ হেক্টর জমিতে।

আগামী বছর জেলার চরাঞ্চলগুলোতে সুর্যমুখীর চাষ আরো বাড়বে বলে জানান কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মন্জুরুল হক।

এ সময় মাঠ দিবেসের আলোচনায় কৃষি মন্ত্রানালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম বলেন, দেশে বসতবাড়ি নির্মাণের ফলে আবাদী জমি কমে যাচ্ছে। এজন্য দেশের চর ও হাওর এলাকায় প্রনোদনার মাধ্যমে কৃষি সম্প্রসারণে কাজ করা হচ্ছে। আগামী আউস ও আমন মৌসুমকেও প্রণোদনার আওতায় আনা হবে।

শেয়ার