Top
সর্বশেষ
সুনামগঞ্জের ছাতকে ১৪৪ ধারা জারি এবার পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ২৭ বস্তা টাকা শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল ইসরায়েলে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা করা হবে: ইরান ১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ ইরানে চালানো হামলা ‘দুর্বল’, বললেন ক্ষুব্ধ ইসরায়েলি মন্ত্রী রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে আইসিসি, জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু ভাত খেতে চাওয়ায় গরম খুন্তির ছ্যাঁকা, মুখ কাপড় দিয়ে বেঁধে নির্যাতন সিংড়া আ’লীগ নেতা রুবেলকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ

টানা দুই জয়ে সমতায় ফিরলো অস্ট্রেলিয়া

০৫ মার্চ, ২০২১ ৪:০৬ অপরাহ্ণ
টানা দুই জয়ে সমতায় ফিরলো অস্ট্রেলিয়া

চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই নিয়ে টানা দুই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ এ সমতা আনলো সফরকারীরা।

শুক্রবার (৫ মার্চ) ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার ৬ উইকেট হারিয়ে করা ১৫৬ রানের জবাবে ১০৬ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

শুরুতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার হয়ে বড় রান আসে একমাত্র অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে। বাকিরা যেখানে ২০ রানের গণ্ডিও ছাড়াতে পারেননি, অজি অধিনায়ক সেখানে ওপেনিংয়ে নেমে ৫৫ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন। দুর্দান্ত এই ইনিংসটি ৫টি চার ও ৪টি ছক্কায় সাজানো। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে মার্কাস স্টইনিসের ব্যাট থেকে।

বল হাতে নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোদি ৪ ওভারে ৩২ রান খরচে ৩ উইকেট তুলে নিয়েছেন। ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট ঝুলিতে পুরেছেন ২ উইকেট। বাকি উইকেট মিচেল স্যান্টনারের।

জবাবে দলীয় ২১ রানেই ওপেনার মার্টিন গাপটিলের উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। দুই অঙ্কের দেখা পান মাত্র তিনজন কিউই ব্যাটসম্যান। এর মধ্যে সর্বোচ্চ ৩০ রান আসে কাইল জেমিয়েসনের ব্যাট থেকে।

বল হাতে অস্ট্রেলিয়ার পেসার কেইন রিচার্ডসন ২.৫ ওভার বলে করে ১৯ রান খরচে তুলে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট ভাগ করে নেন অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা এবং গ্লেন ম্যাক্সওয়েল। বাকি উইকেট আসে রান আউট থেকে।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন অ্যারন ফিঞ্চ।

শেয়ার