Top

দর পতনের শীর্ষে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান

২৪ ফেব্রুয়ারি, ২০২১ ৩:৪২ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৩ শতাংশ কমেছে। ফান্ডটি ১২৬৩ বারে ৬ লাখ ২৬ হাজার ৬৭০ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিলিভার কনজুমারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ২৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯১৬ বারে ৬ হাজার ৬২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৫৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৪ বারে ৩২ হাজার ১৮৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ২ দশমিক ৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২ দশমিক ১৭ শতাংশ, মিরাকেলের ২ দশমিক ১৭ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১ দশমিক ৯১ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ১ দশমিক ৮৩ শতাংশ,  আইএফআইসি ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ দশমিক ৭৫ শতাংশ ও রূপালী ব্যাংকের শেয়ার দর ১ দশমিক ৫০ শতাংশ কমেছে।

শেয়ার