Top

দুই পেনাল্টিতে রিয়ালকে হারিয়ে ফাইনালে বিলবাও

১৬ জানুয়ারি, ২০২১ ১০:০৫ পূর্বাহ্ণ
দুই পেনাল্টিতে রিয়ালকে হারিয়ে ফাইনালে বিলবাও

স্প্যানিশ সুপারকোপার ফাইনালে যাওয়া হলো না রিয়াল মাদ্রিদের। প্রথমার্ধের দুই পেনাল্টিতে ধরাশায়ী হলো তারা। বৃহস্পতিবার দিবাগত রাতে অ্যাথলেটিক বিলবাও’র বিপক্ষে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল হেরে গেছে ২-১ ব্যবধানে।

বিলবাও’র হয়ে পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন রাউল গার্সিয়া। রিয়ালের হয়ে একটি গোল শোধ দেন করিম বেনজেমা।

ঘরের মাঠে ম্যাচের ১৮ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। এ সময় পেনাল্টি পায় বিলবাও। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন গার্সিয়া। ৩৮ মিনিটের মাথায় আবারো পেনাল্টি পায় বিলবাও। আবারো কিক নেন গার্সিয়া। আবারো গোল। তাতে প্রথমার্ধেই দুই পেনাল্টিতে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে রিয়াল।

বিরতি থেকে ফিরে ৭৩ মিনিটে করিম বেনজেমা গোল করে ব্যবধান কমান। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় বেনজেমার গোলটি হার এড়ানোর জন্য যথেষ্ট হয় না। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে সুপারকোপা থেকে বিদায় নেয় রিয়াল।

২০১৯ সালে পুনরায় রিয়ালের দায়িত্ব নেওয়ার পর ৮৭ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন জিনেদিন জিদান। তার মধ্যে এটা ছিল তার ১৭তম হার। এর আগে ২০১৬ থেকে ২০১৮ সালে রিয়ালকে ১৪৯ ম্যাচে তত্ত্বাবধান করেছিলেন তিনি। তার মধ্যে হেরেছিলেন মাত্র ১৬টিতে।

 

শেয়ার