Top

পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করতে হাইকোর্টে রিট

২০ জানুয়ারি, ২০২১ ৫:১৮ অপরাহ্ণ
পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করতে হাইকোর্টে রিট

পদ্মা সেতুর নাম পরিবর্তন করে ‘শেখ হাসিনা সেতু’ করার ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কামরুজ্জামান স্বাধীন হাইকোর্টে এই রিটটি করেছেন। মন্ত্রী পরিষদ সচিব, সেতু সচিব, প্রধান প্রকৌশলী ও পদ্মা সেতুর প্রজেক্ট ডাইরেক্টরকে এই রিটে বিবাদী করা হয়েছে।

রিটের বিষয়ে আইনজীবী কামরুজ্জামান স্বাধীন বলেন, ‘পদ্মা সেতুর কাজ শুরুর পূর্বেই বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা যখন এর অর্থায়ন থেকে মুখ ফিরিয়ে নেয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে সেতুর তৈরির কথা ঘোষণা দেন। এরপর প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে পদ্মা সেতু আজকে পূর্ণতা পেতে যাচ্ছে। তাই তার অবদানের বিষয় বিবেচনায় নিয়ে সেতুটির নাম প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নামেই হওয়া উচিত মনে করে রিটটি করেছি।’

শেয়ার