Top
সর্বশেষ

ফুলে ফুলে ফোর্ডনগর

০২ মার্চ, ২০২১ ১:৪১ অপরাহ্ণ
ফুলে ফুলে ফোর্ডনগর

হুট করেই এক ভোরে বন্ধুরা ঘুরতে চলে যাই মানিকগঞ্জ জেলার পর্তুগীজদের দুর্গ ফোর্ডনগর। কুয়াশার চাদরে মোড়ানো স্নিগ্ধ ভোর। সাভার থানা রোডের ভাগলপুর গ্রামের বংশী নদীর বালুর ঘাট হতে খেয়া’য় পার হই। এরপর নদীর পার দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের মেঠো পথে ঢুকে পড়ি। যতই যেতে থাকি ততোই যেন মুগ্ধতা ভর করে।

দারুণ দারুণ সব নয়নাভিরাম দৃশ্য। একসময় ফসলের আল ধরে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে মনে হল দেশীয় নানান পদের অধীকাংশ সবজির চাহিদাই যেন মিটিয়ে থাকে এই ফোর্ডনগর।

বসন্তের হিম শীতল বাতাসে বেশ ভালোলাগার প্রাতঃভ্রমণ। দূর থেকেই চোখে ধরা দেয় গোলাপ ও গ্ল্যাডিওলাস বাগানের নজরকাড়া সৌন্দর্য। পথেই দেখা মিলে চন্দ্র মল্লিকা ফুলের বাগান।

লাল, গোলাপি, সাদা, বেগুনি গ্ল্যাডিওলাস বাগানের সামনে যেতেই হুমড়ি খেয়ে পরি। বাংলার রূপ পুরোটাই যেন এপাশটায় ভর করেছে। গাড় লাল আর সাদা এ দুটো রঙের ফুলের বাগানই বেশী। কুয়াশা ভেদ করা চিক চিক রোদের আলো ফুলের গায়ে খেলা করে। বাগান ভর্তি ফুটন্ত গ্ল্যাডিওলাস। চারপাশে ঘনসবুজ গাছগাছালি। আহ্; কি অপার্থিব সুখ। প্রকৃতির এরকম দৃষ্টি নন্দন সৌন্দর্যে – আমরা সবাই বিমোহিত হয়ে পরি।

কৃষক আপন মনে ফসলের জমি নিরানী দিয়ে যায়। জমির পর জমি ফসলের আবাদ। তখন চিৎকার দিয়ে বলে উঠতে ইচ্ছে করেছিল, এই বাংলায় জম্মে আমি হয়েছি ধন্য।

যুগের পরিক্রমায় ভাগ হয়ে যাওয়া দুই খন্ডের ফোর্ডনগর জুড়েই, আজো চিরায়িত গ্রাম-বাংলার অনিন্দ প্রাকৃতিক সৌন্দর্য ভর করে আছে। সীমানা ভাগ হলেও, ফোর্ড নগরের নজর কাড়া সৌন্দর্যকে কেউ ভাগ করতে পারেনি। বরং ফুল চাষিরা যেভাবে জমির পর জমি গ্ল্যাডিওলাসের চাষাবাদ শুর করেছে-তাতে অদূর ভবিষ্যৎ এ সারা দেশের ফুল ও ভ্রমণ প্রেমিদের মিলন মেলায় পরিণত হবে ফোর্ড নগরের গ্রামগুলো।

একদা জলদস্যুদের আক্রমণ হতে নিরাপদ থাকার জন্য ওলন্দাজ পর্তুগীজদের তৈরী ফোর্ড কালের গর্ভে বিলীন হয়ে গেলেও এখন যেন তা ক্রপ ফোর্ড মানে ফসলের দূর্গ। ফুল চাষিরাও যদি তাদের চাষাবাদ অব্যাহত রাখে, তাহলে হয়ত একদিন ফোর্ড নগর নামটি মানুষ ভুলে গিয়ে ফুলের নগর হিসেই চিনবে। যেমনটা সাদুল্লাপুর এখন গোলাপ গ্রাম হিসেই বেশী পরিচিত। ও হ্যাঁ বলে রাখা ভাল, বর্তমানে ফোর্ডনগর দুই ভাগে বিভিক্ত। ১ম খন্ড মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর ও ২য় খন্ড ঢাকা জেলার ধামরাই উপজেলার অন্তর্ভুক্ত।

স্থানীয়দের সাথে আলাপ জমিয়ে জানতে পারলাম, দেশী গরুর খাঁটি দুধ আর খাসের চর/মিরের চর গ্রামে আবহমান বাংলার শীত ঐতিহ্যের খেজুর রসের স্বাদও নেয়া যাবে। কিন্তু ততোক্ষণে সূর্যী মামা মাথার উপরে। কি আর করা – তাই সেদিনের মতো রসের লোভ সংবরণ করেই ফিরতি পথে চলি।

যাবেন যেভাবে: গুলিস্তান,গাবতলী বা অন্য কোন বাস স্ট্যান্ড হতে আরিচা/ সাভারগামী বাসে যেতে হবে সাভার থানা বাস স্ট্যান্ড। সেখান হতে রিক্সা/অটো’তে ভাগলপুর বালু ঘাট। নৌকা পার হয়ে নদী তীর ঘেঁষে হাঁটতে হবে।

খরচ: সারাদিনের ঘুরাঘরির জন্য জনপ্রতি ৫০০/৬০০ টাকা হলেই চলবে। তবে খরচের ব্যপারটা অনেকটাই নিজেদের সামর্থের উপর নির্ভর করে।

ভ্রমণ তথ্য: সড়ক পথ ভালো। নিরাপত্তাও রয়েছে যথেষ্ট। চাইলে পরিবারের সব বয়সী সদস্যদের নিয়েও ঘুরে আসা যাবে। ফোর্ডনগর আঞ্চলিক ভাষায় ফুটনগর নামেও পরিচিতি রয়েছে। খুব সকালে চলে গেলে এক দিনেই ফোর্ডনগর প্রথম ও দ্বিতীয় খন্ড ঘুরে আসা যাবে।

লেখক-

জাভেদ হাকিম

শেয়ার