Top

মানিকগঞ্জে ১০০ কৃষকের বোরো চাষের যাবতীয় সহায়তা প্রদান

২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১:৩৮ অপরাহ্ণ
মানিকগঞ্জে ১০০ কৃষকের বোরো চাষের যাবতীয় সহায়তা প্রদান
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নে ঢাকা আরিচা মহাসড়কের পাশেই প্রাক্কলিত কৃষি প্রকল্পের মাঠে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ১০০ জন প্রান্তিক কৃষকের মাঝে আধুনিক উপায়ে উৎপাদিত বোরো ধানের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

দুপুরে কৃষি সম্প্রসারন অধিদপ্তর মানিকগঞ্জ খামার বাড়ির উপ-পরিচালক মোঃ শাহজাহান আলী বিশ্বাসের সভাপতিত্বে জেলা প্রশাসক এস এম ফেরদৌস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে চারা গুলো বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কৃষকেরা।

উল্যেখ্য, এই ধানের বীজতলা গুলো তৈরী থেকে শুরু করে কাঙ্খিত ফসল ১০০ জন কৃষকের ঘরে পৌঁছে দেয়ার সমস্ত খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হবে।

শেয়ার