Top
সর্বশেষ
১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ ইরানে চালানো হামলা ‘দুর্বল’, বললেন ক্ষুব্ধ ইসরায়েলি মন্ত্রী রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে আইসিসি, জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু ভাত খেতে চাওয়ায় গরম খুন্তির ছ্যাঁকা, মুখ কাপড় দিয়ে বেঁধে নির্যাতন সিংড়া আ’লীগ নেতা রুবেলকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ আমি লজ্জিত-দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী, দোষীদের কপালে দুঃখ আছে : পলক পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনিসহ ২৩ জন আটক ৪১ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত চুয়াডাঙ্গা রাজধানীতে ভ্যাপসা গরমে দুর্বিষহ জন-জীবন

মাসকাট ফেরত যাত্রীর কাছে মিললো ৭ কেজি সোনা

২২ জানুয়ারি, ২০২১ ৪:১৫ অপরাহ্ণ
মাসকাট ফেরত যাত্রীর কাছে মিললো ৭ কেজি সোনা
অনলাইন ডেস্ক :

মাসকাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে সাত কেজি ২৯০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে সারোয়ার উদ্দিন নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক এই তথ্য নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। শুক্রবার (২২ জানুয়ারি) আনুমানিক সকাল ১১টার দিকে মাসকাট থেকে ইউএস বাংলার ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছে থাকা কালো রংয়ের ছোট একটি ব্যাগ থেকে মোট ৬২টি সোনার বার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। যার ওজন মোট সাত কেজি ২৯০ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। যাত্রী সারোয়ার উদ্দিনের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়।

ডেপুটি কমিশনার ( প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক জানান, আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে। ফৌজদারি মামলা দায়ের করে যাত্রীকে থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার