Top

লভ্যাংশ ঘোষণা করলো প্রাইম টেক্সটাইল

০৭ নভেম্বর, ২০২০ ১১:০৪ পূর্বাহ্ণ
লভ্যাংশ ঘোষণা করলো প্রাইম টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম টেক্সটাইল লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কোম্পানির সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) করেছে ২ টাকা ৬৭ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৫৪ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৭ টাকা ২৭ পয়সা।

শেয়ার প্রতি কার্যগরি নগদ প্রবাহ লোকসান (এনওসিএফপিএস) হয়েছে ৭ টাকা ৭১ পয়সা। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ২ টাকা ৯৩ পয়সা।।

শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

শেয়ার