Top

সপ্তসুর সংগীত নিকেতনের ৭ম ‘একুশের পংক্তিমালা’ অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি, ২০২১ ৩:৪৮ অপরাহ্ণ
সপ্তসুর সংগীত নিকেতনের ৭ম ‘একুশের পংক্তিমালা’ অনুষ্ঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে সপ্তসুর সংগীত নিকেতনের সৌজন্যে সপ্তমবারের মতো একুশের পংক্তিমালা নামক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাদদেশে সপ্তসুরের প্রতিষ্ঠাতা প্রভাষক বাসুদেব সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের সিআইপি রফিকুল ইসলাম পরান।

অনুষ্ঠানে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মত্যাগী ভাষা সৈনিক শহীদদের উদ্দেশ্যে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও আলোচনা শেষে সঙ্গীত পরিবেশন করে সপ্তসুর সংগীত নিকেতনের শিল্পীবৃন্দ।

শেয়ার