Top

সবজির দাম কমায় লোকসানে মাদারীপুরের চাষীরা

২৪ ফেব্রুয়ারি, ২০২১ ৩:৪৩ অপরাহ্ণ
সবজির দাম কমায় লোকসানে মাদারীপুরের চাষীরা
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় সবজির দাম কমে যাওয়ায় স্থানীয় চাষীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে।

জানা যায়, গত এক সপ্তাহ ধরে এখানকার হাট বাজারে পানির দরে লাউ, কুমড়া, বেগুন, কলা, পিয়াজসহ নানা জাতের তরকারী বিক্রি হচ্ছে।

২৩ শে ফেব্রুয়ারি মাদারীপুর শহর ও সদরের বিভিন্ন বাজারে গিয়ে জানা গেছে, বেগুন ১০ টাকা প্রতি কেজি। যা দশ দিন আগে ছিলো প্রতি কেজি ৩০ টাকা। কুমড়া প্রতি কেজি ১০/১২ টাকা।

যা মাত্র দশ দিন পুর্বে ছিলো ৩০ টাকা। বড় লাউ পিচ ৩০ টাকা। ১৫ দিন আগে যা ছিলো ৭০ বা ৮০ টাকা। আলু ২ কেজি ২৫ টাকা যা ১৫ দিন আগে ছিলো ৫০ টাকা। বড় কলার হালি ১৫ টাকা যা ছিলো ৩০ টাকা। পিয়াজ কেজি মাত্র ২০ টাকা। যা বিগত কয়েকদিন আগে ছিলো ৪০ টাকা।

দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ উঠবে না বলে জানান চাষীরা। সদর উপজেলার লক্ষীগঞ্জ গ্রামের বেগুন  চাষী ফজলু শিকদার জানান, হঠাৎ দাম পরে যাওয়ায় এবার বেগুন চাষে লোকসান হবে।

মাদারীপুর শহরের পুরান বাজারের আড়ৎদার রেজাউল কাজি বলেন, এবার বেগুন, লাউ, কুমড়ার উৎপাদন ভালো হওয়ায় দাম কমে  গেছে।

শেয়ার