Top

২০ হাজার টাকা বিনিয়োগে করা যাবে আইপিও আবেদন!

১৩ ডিসেম্বর, ২০২০ ১০:৩১ অপরাহ্ণ
২০ হাজার টাকা বিনিয়োগে করা যাবে আইপিও আবেদন!

প্রথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার পাবে সকল বিনিয়োগকারী। তবে এর জন্য পুঁজিবাজারে বিনিয়োগ থাকতে হবে কমপক্ষে ২০ হাজার টাকা। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে কমিটির প্রথম সভায় আইপিওর নানা দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে সব আবেদনকারীর জন্য শেয়ার বরাদ্দে লটারি প্রথা বাতিলের বিষয়েও প্রস্তাব দেয়ার পক্ষে মতামত এসেছে। কমিটির সুপারিশের প্রেক্ষিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

বিএসইসির পরিচালক মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএসই, সিএসই ও সিডিবিএলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র মতে, ‘আইপিও প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে আলোচনা করেছি। আমাদের সুপারিশে লট ব্যবস্থা বাতিল করে সবার জন্য শেয়ার বরাদ্দের ব্যবস্থা থাকছে।‘ এ পদ্ধতি চালু হলে একটি কোম্পানির আইপিওতে যত জন আবেদন করবেন, তাদের সবার মাঝে শেয়ার সমানভাবে বণ্টন করা হবে।

সভায় ইলেক্ট্রনিক সাবসক্রিপশন সিস্টেম হালনাগাদ, ডিএসই, সিএসই ও সিডিবিএলের প্রযুক্তি উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে।  এছাড়া আইপিওর চাঁদাগ্রহণ বা সাবস্ক্রিপশন শেয় হওয়ার পর থেকে লেনদেন শুরু হওয়ার মাঝখানের সময়টা কমানোর বিষয়েও কাজ করছে কমিটি।

বর্তমানে সাবস্ক্রিপশনের পর লেনদেন শুরু হতে ৪৫ দিন সময় লাগে, যা ২৫ দিনে নামিয়ে আনার সুপারিশ করা হবে।

শেয়ার