Top

‌‘সেরা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে উন্নয়নে ভূমিকা রাখছে আইসিএমএবি’-বাণিজ্যমন্ত্রী

২৬ ফেব্রুয়ারি, ২০২১ ৫:২৪ অপরাহ্ণ
‌‘সেরা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে উন্নয়নে ভূমিকা রাখছে আইসিএমএবি’-বাণিজ্যমন্ত্রী

দেশের সেরা করপোরেট প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করার সংস্কৃতি পালনের মাধ্যমে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) দেশের অর্থনীতির প্রবৃদ্ধি তরান্বিত করবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে ‘ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ১৫টি ক্যাটাগরিতে ৫২টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

তিনি বলেন, আইসিএমএবি সেরাদের খুঁজে বের করে পুরস্কৃত করছে। এটি খুব সহজ কাজ নয়। এই কাজটা তারা অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করছে। তাদের এই কাজ অবশ্যই প্রশংসার দাবিদার।

তিনি বলেন, এই পুরস্কার প্রদানের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে, যা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. জাফর উদ্দিন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবায়েত উল ইসলাম, আইসিএমএবি প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দ প্রমুখ।

শেয়ার