দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন কমিশন (ইসি) গঠনসহ সামগ্রিক বিষয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছে গণফোরাম।
আগামীকাল শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর বিজয়নগরের চুং ওয়া রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন দলটির সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন।
বিষয়টি নিশ্চিত করে গণফোরামের সদস্য মোশতাক আহমদ বলেন, আগামী নির্বাচন কমিশন গঠন, দ্বাদশ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। ড. কামাল হোসেন ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান এতে বক্তব্য রাখবেন।
গণফোরামের একটি সূত্র জানায়, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে আসছে। আগামীতে কোন প্রক্রিয়া নতুন নির্বাচন কমিশন গঠন করা যেতে পারে তা নিয়ে কথা বলবেন ড. কামাল হোসেন। এছাড়া চলমান ইউপি নির্বাচনে নৈরাজ্য ও খুনোখুনি নিয়ে গণফোরামের বক্তব্য তুলে ধরা হবে।