Top

অনলাইন প্ল্যাটফর্মে আন্তঃব্যাংক লেনদেনে নতুন নির্দেশনা

১৬ নভেম্বর, ২০২১ ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন প্ল্যাটফর্মে আন্তঃব্যাংক লেনদেনে নতুন নির্দেশনা

আন্তঃব্যাংক মানি মার্কেটের লেনদেন কার্যক্রম অধিকতর গতিশীল করতে অনাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। অনাইন ভিত্তিক ‘ ইলেক্ট্রনিক ডিলিং ফর ইন্টারব্যাংক মানি মার্কেট’ (ইডিএস মানি) পরিক্ষামূলক ভাবে ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানসমূহে ব্যবহৃত হচ্ছে চলতি বছরের মার্চ মাস হতে। আগামী ডিসেম্বরের প্রথম দিন হতে পূর্ণাঙ্গভাবে ইডিএসমানির বিধানসমূহ মেনে চলতে নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই নিদের্শনা জারি করে বাংলাদেশ ব্যাংকরে ডিট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট।

নিদের্শনায় বলা হয়েছে, ইডিএস-মানি গাইডলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী এখন থেকে আন্তঃব্যাংক মানি মার্কেটের আনসিকিউরড সিগমেন্ট এর সকল ধরণের লেনদেন ( ওভারনাইট, সর্ট নোটিস ও টার্ম) ইডিএস-মানি প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। এ সকল লেনদেন রিয়াল টাইম ভিত্তিক ইডিএস-মানি প্ল্যাটফর্মে সম্পাদিত হওয়ায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের রিপোটিং কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে এর মাধ্যমে সম্পন্ন হবে। তবে এই প্ল্যাটফর্ম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পরবর্তী তিন মাস পর্যন্ত সংযোজনী ‘ক’ এর নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন পাঠাতে হবে। আগামী ডিসেম্বরের প্রথম দিন হতে পূর্ণাঙ্গভাবে ইডিএসমানির বিধানসমূহ মেনে চলতে

সংযোজনী ‘ক’তে উল্লেখ করা হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কলমানি লেনদেন বিবরণী প্রতিদিনের লেনদেন শেষ হওয়ার পরবর্তী আধা ঘন্টার মধ্যে প্রেরণের কথা বলা হয়েছে। কলমানি লেনদেন না হলেও নিল স্টেটমেন্ট ই -মেইল করে জানাতে হবে। বিবরণীর কোন প্রকার সংশোধনী থাকলে তা সংরেশাধন করে পুনরায় কর্ম দিবস সমাপ্তির অনধিক এক ঘন্টা পূর্বে রিভাইসড স্টেটমেন্ট ইমেইল যোগে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে [email protected] এবং [email protected] এই দুইট মাধ্যমে অরাকল ফরমেট এর সফট কপি , এটাচমেন্ট ফাইল হিসেবে পাঠাতে হবে।

শেয়ার