Top

খালেদা জিয়ার অবস্থা ভেরি ক্রিটিকাল: মির্জা ফখরুল

২৪ নভেম্বর, ২০২১ ৩:২১ অপরাহ্ণ
খালেদা জিয়ার অবস্থা ভেরি ক্রিটিকাল: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার এখনই বিদেশে উন্নত চিকিৎসা দরকার। এখনও ভেরি ক্রিটিকাল স্টেজে আছেন; চিকিৎসকেরা সর্বাত্মক চেষ্টা করছেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব গুজবের কোনও ভিত্তি নেই। একটি মহল অসৎ উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে।’

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। এসময় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর কমিটির দুই আহ্বায়ক আবদুস সালাম, আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন। যৌথ সভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল। এসময় তিনি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত কয়েকদিন কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘এখন যে অবস্থা, এই মুহূর্তেই বিদেশে চিকিৎসার জন্য সরকার তাকে পাঠাতে পারে; এজন্য সমস্ত দায় সরকারের। দেশের মানুষ বিশ্বাস করে, সরকারের ইচ্ছা নেই তিনি বেঁচে থাকুক। এজন্য বাইরে নেওয়ার ব্যবস্থা নিচ্ছে না।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব বলেন, ‘সীমিত পরিসরের মধ্যে আমরা আন্দোলন করছি। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবো, একইসঙ্গে গণতন্ত্রকেও মুক্ত করবো।’

শেয়ার