Top

বিতর্কিতদের বাদ দিয়ে তিনমাসের মধ্যে তৃণমুলের সম্মেলন

০৩ মার্চ, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ
বিতর্কিতদের বাদ দিয়ে তিনমাসের মধ্যে তৃণমুলের সম্মেলন
নিজস্ব প্রতিবেদক :

দলীয় কোন্দল নিরসনে এবং তৃণমুল পর্যায়ে সম্মেলনকে সামনে রেখে রাজধানী ঢাকায় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক নেতৃবৃন্দ ও চাঁদপুর জেলা পর্যায়ের আ’লীগের নেতাদের দুইদিনব্যাপী বৈঠক সম্পন্ন হয়েছে।
বৃহষ্পতিবার ( ৩ মার্চ) ২য় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, কাউকে চোর বলার আগে নিজেদের চেহারাটা আয়নায় একবার দেখুন । মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির নেতারা বলেছেন এ চোর ও চোর। কাউকে চোর বলার আগে নিজেদের চেহারাটা আয়নায় একবার দেখুন, আপনাদের মধ্যে চোরের প্রতিচ্ছবি দেখা যায় কি না। কারণ, আপনাদের নেত্রী খালেদা জিয়াকে এতিমের টাকা চুরির দায়ে জেলে যেতে হয়েছে। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ালু ও মহানুভবতায় বাসায় থাকার সুযোগ পেয়েছে।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আরেক দণ্ডপ্রাপ্ত নেতা তারেক রহমান, সে তো বড় সন্ত্রাসী ও চোর, চোর হিসেবে আদালতে প্রমাণিত হয়েছে। সেই চোরের দলের নেতারা আবার কিভাবে অন্যদের নিয়ে কথা বলে। আসলে চোরের মায়ের বড় গলা, সেটা হলো বিএনপি।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী হওয়ার আগে আমাদের (আওয়ামী লীগ) অনেক পথ পাড়ি দিতে হবে। দেশে এখন শান্তি বজায় আছে, এ কারণেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। কিন্তু এই উন্নয়ন-অগ্রগতি একটি দলের ভালো লাগে না। জিয়াউর রহমান তথাকথিত মুক্তিযোদ্ধা হলেও ভেতরে ভেতরে তার কর্মকাণ্ড ছিল পাকিস্তানি ভাবধারায়।
হানিফ বলেন, পাকিস্তানের চেয়ে বাংলাদেশ উন্নয়নে অনেক দূর এগিয়ে গেছে। এটা বিএনপির পছন্দ হয় না, ভালো লাগে না। শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তাদের গা জ্বালার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিএনপি হচ্ছে পাকিস্তানের ভাবনার সৃষ্টি। বিএনপি দলটি ছিল পাকিস্তানের একমাত্র পরিচালিত দল। যারা পাকিস্তানের পক্ষ নিয়ে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজাকার, আল শামস, আলবদরদের আশ্রয়স্থল পাকিস্তান। স্বাধীনতার ৫০ বছর পরও বিএনপি জামায়াত পাকিস্তান থেকে সরে আসতে পেরেছে? তারা কিন্তু এখনও পাকিস্তানের ভাবধারায় আছে।
দ্বিতীয় দিনের বৈঠকে অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জনাব আবু সাঈদ আল মাহমুদ(স্বপন)এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুরের সকল সংসদ সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি , সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন নেতৃবৃন্দ।
এদিকে দুই দিনের বৈঠক বিষয়ে জানতে চাইলে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী জানান, বৈঠকে বিতর্কিতদের বাদ দিয়ে পরিচ্ছন্ন ও নিবেদিতপ্রাণ কর্মীদের মাধ্যমে আগামী তিনমাসের মধ্যে ওয়ার্ড থেকে উপজেলা পর্যায়ে তৃণমুল আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত প্রদান করেন নেতৃবৃন্দ। এছাড়া সাম্প্রতিক জমি সংক্রান্ত বিষয়ে আলোচনা হলেও বিষয়টি নিয়ে যেহেতু বর্তমানে তা উচ্চ আদালতে মামলা চলমান তাই এই বিষয়ে আদালতের সিদ্ধান্তই চুড়ান্ত । ফলে এই বিষয়ে বাড়তি কোন কথা হয়নি।

শেয়ার