Top

দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার

০৭ জানুয়ারি, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার
পুঁজিবাজার ডেস্ক :

বছরের ৫ম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৮৩ বারে ৪৬ হাজার ৬৫০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১২১ বারে ৫৭ হাজার ৮৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯ হাজার ৫৪ বারে ৫৬ লাখ ৭৬ হাজার ৪৪০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০২ কোটি ৯২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- শাইনপুকুর সিরামিকের ৫ দশমিক ৬১ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৫ দশমিক ৩৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৪৪ শতাংশ, সি এন্ড এ টেক্সটাইলের ৪ শতাংশ, খুলনা পাওয়ারের ৩ দশমিক ৪৪ শতাংশ, ফরচুনের ৩ দশমিক ৪১ শতাংশ এবং লাফার্জ হোলসিম বাংলাদেশের শেয়ার দর ৩ দশমিক ৩৯ শতাংশ কমেছে।

শেয়ার