Top

টাকা ছাড়াই মিলে ব্যাগ ভর্তি বাজার

০৪ এপ্রিল, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ
টাকা ছাড়াই মিলে ব্যাগ ভর্তি বাজার
রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ :

পবিত্র রমজান মাস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য আয়োজন করা হয়েছে ফ্রি হাট কর্মসূচির। এই হাট থেকে কোনো প্রকার অর্থ ছাড়াই টোকেনের মাধ্যমে দেয়া হচ্ছে তেল, ডাল, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এবং সবজিসহ ইফতার সামগ্রী।

এসব কিছুর আয়োজন করেছে ‘‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। একদল উদ্যোমী তরুনের উদ্যোগে বিনামূল্যে বাজার সামগ্রী পেয়ে দারুন খুশি উপকারভোগীরা। আর আয়োজকরা বলছেন, এ কর্মসূচি চলবে পুরো রমজান মাস জুড়ে। তাছাড়াও ঈদ, পুঁজাও হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য আয়োজন করা ফ্রি হাটের। এই ব্যাতিক্রমি হাটটি বসানো হয়েছে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে উত্তর বনগাঁওয়ে একটি পেট্রোল পাম্পের খোলা মাঠে।

হাটে গিয়ে দেখা যায় ডেকোরেশন করা ৮টি স্টলে স্তরে স্তরে সাজানো রয়েছে আলু, বেগুন, টমেটো, ডাটা, মিষ্টি কুমড়া, চাল কুমড়াসহ টাটকা শাক সবজি।

এছাড়াও তেল, লবন, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, খেজুর, মুড়ি এমনকি মাছ, মাংসও রয়েছে। মুক্তির বন্ধন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা আশ পাশের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরী করে। সেখান থেকে যাচাই বাচাই করে প্রতি সপ্তাহের জন্য তিনশ জনের একটি তালিকা তৈরী করে। প্রথম সপ্তাহে বিনামুল্যে এই ৩শ জন মানুষ এই বাজারে ফ্রি কেনাকাটা করতে পারবেন। জন প্রতি এক হাজার দুইশত টাকা মুল্যের মাছ, ডাল, তেল, পেয়াজ, রসুন সবজিসহ ইফতার সামগ্রী দেয়া হবে। এছাড়াও চাহিদা অনুযায়ী নতুন নতুন পণ্য যুক্ত করা হবে। রমজান মাসে চার দিন প্রতি রবিবার বসবে এই হাট।

ব্যাগ ভর্তি বাজার পেয়ে খুশি উপকারভোগীরা। উপজেলার সুহিলাটি গ্রাম থেকে বাজার করতে আসেন বৃদ্ধ আবুল কাসেম জানান, বাজারে যে দাম, এই দামে এত কিছু আমার পক্ষে কেনা সম্ভব না। আর তারা ব্যাগভর্তি বাজার দিল কোন টাকা পয়সা ছাড়াই। রোজার মাসে দোয়া করি আল্লাহ যেন তাদের ভাল রাখেন।

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক শাহনাজ পারভীন নাবিলা জানান, রমজান মাসে মোট চারটি ফ্রি হাট বসবে। এর মধ্যে তিনটি মাছ মাংস ও সবজির ও একটি ঈদের হাট। সেখানে স্বল্প আয়ের মানুষের জন্য বিনা মূল্যে থাকবে নতুন জামা কাপড়, সেমাই চিনি ও শিশুদের জন্য খেলনা। মোট দুই হাজার মানুষ এই হাট থেকে সেবা পাবে।

কর্মসূচি সমন্বয়ক আজহারুল ইসলাম পলাশ জানান, করোনার সংকটময় সময়ে কর্মহীন বিপাকে পড়া হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিয়ে এই সংগঠনটির আত্মপ্রকাশ করে। এরপর থেকে প্রতি রমজানের শুরুতেই ও ঈদের আগে এ কার্যক্রম চলে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম চালু রাখার চেষ্টা করব। এছাড়াও যারা মধ্যবিত্ত রয়েছেন, যারা হাটে আসতে চান না। তাদের জন্য ফাউন্ডেশনের একটি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। ওই নম্বরে ফোন করা হলে স্বেচ্ছাসেবীরা বাড়িতে
পৌঁছে দেয়া হচ্ছে।

রমজান মাসের প্রথম রবিবার (৩ এপ্রিল) জেলা প্রশাসক এনামুল হক এই ফ্রি হাটের উদ্বোধন করেন। এ বিষয়ে জেলা প্রশাসক মো. এনামুল হক বলেন, পবিত্র রমজান মাসে এমন আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। এমন উদ্যোগ প্রতি উপজেলায় প্রতিটি ইউনিয়নে চালু করা দরকার। পাশাপাশি সমাজের বিত্তবানদের এ ধরনের কর্মকান্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

শেয়ার