গোপালগঞ্জের মধুমতি বিলরুট চ্যানেলে ভাসমান অবস্থায় বেলাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ মে) সকাল ১১টার দিকে সদর উপজেলার মালেঙ্গা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক এএইচএম জসিম উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বেলাল হোসেন কাশিয়ানী উপজেলার কুমরিয়া গ্রামের বসার বিশ্বাসের ছেলে।
পরিদর্শক এএইচএম জসিম উদ্দিন জানান, উলপুর ইউনিয়নের মহিলা মেম্বার ফারজানা বেগম নদীতে বেলাল হোসেনের মরদেহ ভাসতে দেখে ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরহেদের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরো জানান, নিহত ব্যক্তির দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাবার বাড়ি সদর উপজেলার উলপুর গ্রামে। ধারনা করা হচ্ছে সেখানে তাকে হত্যা করে মরদেহ গুম করার জন্য হাত-পায়ের সাথে ৬টি ইট বেঁধে নদীর পানিতে ফেলে দেয়া হয়। এ ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।