Top
সর্বশেষ

চৌগাছায় থেকে বিপুল পরিমাণ স্বর্ণসহ আটক-১

২০ মে, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ
চৌগাছায় থেকে বিপুল পরিমাণ স্বর্ণসহ আটক-১
যশোর প্রতিনিধি :

বাংলাদেশ থেকে ভারতে পাচার কালে যশোরের চৌগাছা উপজেলার বড় কাবিলপুর শ্মশান ঘাট এলাকা থেকে ১৪.৪৫০ কেজি ওজনের ১২৪টি স্বর্ণের বার , একটি মোটরস্ধাসঢ়;ইকেল ও একটি মোবাইল সহ শাহ আলম নামে এক স্বর্ণ পাচার কারীকে আটক করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের শাহজাদপুর ক্যাম্প সদস্যরা।

আজ শুক্রবার (২০মে) সকাল সাড়ে ৮টার দিকে তাকে আট করে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণ, মোটরসাইকেল ও মোবাইলের সর্ব মোট সিজার মূল্য দশ কোটি বার লাখ টাকা। আটক স্বর্ণ পাচার কারী শাহ আলম (৩৫) যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

যশোর ৪৯ বিজিবি বাটালিয়নের অধিনায় লে:কর্নেল.শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান , গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ৪৯ বিজিবির শাহজাদপুর ক্যাম্পের সদস্যরা তার নেতৃত্বে আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে বাংলাদেশ থেকে ভারতে পাচার কালে যশোরের চৌগাছা উপজেলার ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড় কাবিলপুর শ্মশানঘাট এলাকার রাস্তার উপর থেকে কৃষকের বেশে সন্দেহ ভাজন মোটরসাইকেল আরোহী শাহ আলমকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশী করে অভিনব কায়দায় কোমরের পিছনে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ১৪.৪৫০ কেজি ওজনের ১২৪ টি স্বর্ণের বার, তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করে বিজিবি।

উদ্ধার কৃত স্বর্ণের বার ও আটক স্বর্ণ পাচার কারী শাহ আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়া ধীন রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

শেয়ার