Top

উলিপুরে তিস্তা-ব্রহ্মপুত্রে বাড়ছে পানি, লোকসানের আশঙ্কায় বাদামচাষীরা

২২ মে, ২০২২ ৩:১১ অপরাহ্ণ
উলিপুরে তিস্তা-ব্রহ্মপুত্রে বাড়ছে পানি, লোকসানের আশঙ্কায় বাদামচাষীরা
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :

উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির কারণে পানি বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র ও তিস্তায়।এতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার নদীতীরবর্তী চর ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। পানি বাড়ার ফলে বেশ কয়েকটি পয়েন্টে নদীভাঙন শুরু হওয়ার খবর পাওয়া গেছে।এদিকে নদীর চর ও তীরের অনেক বাদাম ও ভুট্টাক্ষেতে পানি উঠেছে বলে জানা গেছে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হওয়ায় বোরো ধান কাটায় বেকায়দায় পড়েছেন কৃষকরা।এভাবে পানি বাড়তে থাকলে শিগগিরই নদী এলাকায় বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রবিবার (২২-০৫-২০২২) সকাল ৬ঃ০০ টায় ব্রহ্মপুত্র নদ নুনখাওয়া পয়েন্ট -পানির সমতল ২৫.০৭ মিটার; বিপদসীমার (২৬.৫০ মিটার) ১৪৩ সেন্টিমিটার নিচে ও চিলমারী পয়েন্ট -পানির সমতল ২২.৬৬ মিটার; বিপদসীমার (২৩.৭০ মিটার) ১০৪ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদী কাউনিয়া পয়েন্ট -পানির সমতল ২৮.০৫ মিটার; বিপদসীমার (২৯.২০ মিটার) ১১৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। তবে আগামী কয়েকদিন ব্রহ্মপুত্রের পানি কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও অন্যান্য নদ-নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।

এদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ চরের বাদাম ক্ষেত তলিয়ে গেছে। অনেক বাদমক্ষেত তলিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে।ভাঙনের ফলে তিস্তাপাড়ে থাকা বাম্পার ফলন হওয়া বাদামের ক্ষেত নদীগর্ভে বিলীন হয়ে যচ্ছে। এ পরিস্থিতিতে তিস্তা নদী অববাহিকার থেতরাই, গুনাইগাছ ও বজরা ইউনিয়নের চরাঞ্চলের বাদাম চাষিদের লোকসানের আশঙ্কায় দিন গুনতে হচ্ছে।কেউ কেউ ঋণের টাকা নিয়ে বেশি লাভের আশায় বাদাম চাষ করেছেন। স্বাবলম্বী হওয়ার বদলে এখন নিঃস্ব হওয়ার আশঙ্কায় অনেকের চোখে-মুখে হতাশা দেখা দিয়েছে।

গুনাইগাছ ইউনিয়নের বাদামচাষী আবুল কাশেম ও শরিফউদ্দিন বলেন,প্রতি বছরের মত এবারও বাদাম চাষ করেছি।কিন্তু নদীতে পানি বাড়তে থাকায় চিন্তায় আছি।উজানের দিকের অনেক বাদাম ক্ষেত তলিয়ে গেছে।আমাদেরটা যে কখন ডুবে যাবে তা বলতে পারছি না। ক্ষেতে পানি থাকলে বাদাম লাল হয়ে যাবে। পানি আরও বাড়লে অপরিপক্ব বাদামই তুলে নিবো।

থেতরাই ইউনিয়নের আবদুল বাতেন গোলজার, মুহসিনসহ অনেকে বলেন, আমাদের বাদামের বাম্পার ফলন হয়েছিল। কিন্তু তিস্তা নদী আমাদের এ স্বপ্ন ভেঙে চুর মার করে দিল। আমরা লোনের পর লাভের ওপর টাকা নিয়ে বাদাম চাষ করেছি। সে বাদাম এখন তিস্তা নদীর পেটে। আমরা এসব লোনের টাকা লাভের টাকা কিভাবে পরিশোধ করব সেই চিন্তায় আছি।

উপজেলার কৃষি অফিসের উপ-সহকারী জামিল হোসেন বলেন, তিস্তার স্রোতে চর এলাকার কিছু কিছু চরের পাড়ে বাদামসহ জমি নদীগর্ভে চলে যাচ্ছে। এতে বাদাম চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাদাম চাষিদের এ ক্ষতি পুষিয়ে উঠতে আমি উপজেলা কৃষি অফিসে বাদাম চাষিদের তালিকা করে জমা দেব। সরকারিভাবে যা বরাদ্দ আসে তা সঠিকভাবে বিতরণ করা হবে।

পানি বাড়ার সাথে সাথে তিস্তা নদীতে ভাঙনের খবর পাওয়া গেছে।উপজেলার দলদলিয়া ও বজরা ইউনিয়নে শুরু হয়েছে ভাঙন। ইতোমধ্যে অর্ধশতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্হানীয়রা জানিয়েছে,ভাঙন রোধে কার্যকরি পদক্ষেপ গ্রহন না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সর্বস্ব হারিয়ে ভাঙন কবলিত পরিবারের মানুষজন বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন এলাকায় আশ্রয়ের জন্য ছোটাছুটি করছে। ঘর-বাড়ী হারা সর্বশান্ত মানুষের আহাজারীতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। এছাড়াও ভঙনের হুমকিতে আছে ঐসব এলাকার বসত-বাড়ী, আবাদী জমিসহ বিভিন্ন স্থাপনা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়ভাবে বৃষ্টিপাত এবং সীমান্তবর্তী ভারতীয় অংশে ভারী বৃষ্টির কারণে জেলার নদ-নদীর পানি বাড়ছে। তবে এখনই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস নেই।জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে নদী ভাঙনরোধে কাজ চলমান রয়েছে। প্রচুর পরিমাণ জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় প্রস্ততি রয়েছি আমরা।

শেয়ার