আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুর পৌর শহর ১৫ নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামে উসমান মুন্সি বাড়িতে বিরোধকৃত সম্পত্তির চতুর দিকে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে জোরপূর্বক দখল করে নেয়া হয়েছে।
শনিবার ও রবিবার, সোমবার দুপুরে বিরোধীয় সম্পত্তিটি দখলে নেয়া হয়েছে। এ ঘটনার পর পুলিশকে জানিয়েও প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ৬৪ নং লক্ষ্মীপুর মৌজার এসএ ১১০১ খতিয়ান আর এস, এস জরুপে ১২৮৫ খতিয়ানভুক্ত সাবেক ৪০৪৩ হালে ৮৬৬৬ দাগের ২৮ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ওই সম্পত্তির দাবিদার মো.লুৎফুর রহমান ভূইয়া (৫০) লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে নালিশী সম্পত্তি নিয়ে একটি মোকদ্দমা করলে গত (১৯ মে ২০২২) আদালত ওই সম্পত্তিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ, আকার আকৃতি পরিবর্তন না করা ও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে স্থিতাবস্থা বজায় রাখার জন্য লক্ষ্মীপুর মডেল থানার ওসিকে বলার আদেশ দেন।
শনিবার ও রবিবার সোমবার সকালে মো. তানজিন হোসেন পরান ৮/১০ জন শ্রমিক দিয়ে নালিশী সম্পত্তির চারদিকে জোর জবরদস্তি করে, অবৈধভাবে জমি দখলে নিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ চলমান রেখেছে। সেখানে তিনি একটি টিনের ছাপড়াও বসিয়েছেন।
অভিযুক্ত পরান দাবি করেন, ওই সম্পত্তির তার তিনি শরীকের নিকট হতে কিনেছেন। পৌরসভার অনুমতি নিয়ে, নির্মাণ কাজ চলছে। পৌরসভার কাউন্সিলর কামাল উদ্দিন খোকনের নির্দেশে একবার আমার বাউন্ডারি ওয়াল ভাংচুর করা হয়েছে। জোর করে তিনি কারো সম্পত্তি দখল করেননি। আদালতের নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি জানেন না বলে দাবি করেন।
মামলার বাদী লুৎফুর রহমান জানিয়েছেন ওই সম্পত্তি জোর করে দখলে নিয়ে গাছপালা কেটে নেয়ার হুমকি দিলে তিনি দখলবাজ তানজিন হোসেন পরানের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। ওই মামলায় ২৫ আগষ্ট ২০২২ ইং আদালত স্থিতাবস্থা জারি করেন। যাহার মিছ মামলা নং ৬৫৫। নির্মানাধীন কাজ বন্ধ রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মামলার বাদী লুৎফুর রহমান তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হইতে পারে। কিন্তু পুলিশের কোন সহায়তা পাচ্ছেন না।
সোমবার লক্ষ্মীপুর শহর ফাঁড়ি থানার এস আই মামুন বলেন, ওই সম্পত্তি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা রয়েছে দখলদার পরানকে নোটিশ করে জানানো হয়েছে কাজ বন্ধ রাখার জন্য।