ফরিদপুরের সালথায় ১৫০ জন নির্বাচিত পাট চাষিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। পাট অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার ও মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ দেয়া হয়।
এবার প্রতিপাদ্য বিষয় ছিল- পাটের আঁশের যত্ন করে বিদেশী মুদ্রা আনবো ঘরে, জাগো চাষি বুনো পাট সবুজ সোনায় ভরবো ঘর। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: তাসলিমা আলী। আরও উপস্থিত ছিলেন- জেলা পাট কর্মকর্তা তারেক মো. লুৎফর অমি, পাট অধিদপ্তর সহকারী পরিচালক মরিয়ম বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জীবাংশু দাস, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা উপ- সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বারী প্রমূখ।