Top

চট্টগ্রামে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

২৮ মে, ২০২২ ৫:৩১ অপরাহ্ণ
চট্টগ্রামে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে অবৈধ ও অননুমোদিত হাসপাতাল, ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। অভিযানের প্রথম দিনে নগরের দুটি হাসপাতাল ও দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৮ মে) হাসপাতালের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া, পরিবেশগত ছাড়পত্র না থাকা, অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ ও সেবার মূল্য তালিকা না থাকার অভিযোগে চারটি প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এ অভিযানের নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

বন্ধ হওয়া চার প্রতিষ্ঠান হলো- চট্টশ্বেরী রোডের চট্টগ্রাম কসমোপলিটন হাসাপাতাল প্রাইভেট লিমিটেড, এছাড়া ডবলমুরিং থানার ডিটি রোডের পপুলার মেডিকেল সেন্টার ক্লিনিক্যাল ল্যাব, দামপাড়ার নিরুপনী প্যাথলজী ল্যাবরেটরি, ও পাঁচলাইশের এস.টি.এস হাসপাতাল।

চট্টশ্বেরী রোডের চট্টগ্রাম কসমোপলিটন হাসাপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের লাইসেন্সসহ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। ডবলমুরিং থানার ডিউটি রোডের পপুলার মেডিকেল সেন্টারে ব্লাড কালেকশানের জন্য কোনো পাস করা মেডিকেল টেকনোলজিস্ট নেই। এক্সরে রুম ও প্যাথলিজ রুমও মানসম্মত নয়। এক্সরে রুমের দেওয়ালের ঘনত্ব ৫ ইঞ্চি। ছাদে লিড শিট লাগানো নেই। এছাড়া ওই ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, ভ্যাট ট্যাক্সের কাগজপত্রও ছিল না।

একইভাবে নগরীর দামপাড়া এলাকার নিরুপনী প্যাথলজী ল্যাবরেটরির অনলাইনে আবেদন না পাওয়া, পরিবেশগত ছাড়পত্র, ভ্যাট, টিন সার্টিফিকেট না থাকাসহ অপরিষ্কার-অপরিচ্ছন্ন পাওয়া গেছে। এমনকি রিসেপশনের সামনে রোগী বসিয়ে ব্লাড কালেকশন করতে দেখা গেছে। যে কারণে এটিকেও বন্ধ করে দেওয়া হয়েছে। পাঁচলাইশের এস.টি.এস হাসপাতালে দালাল চক্রের আনাগোনা দেখা গেছে এবং হাসপাতাল সংশ্লিষ্ট কোনো কাগজপত্র দেখাতে পারেননি ও দায়িত্বশীল কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। একইসঙ্গে হাসপাতালে আগত ও চিকিৎসারত রোগীদের অন্যত্র চিকিৎসা সেবা নেওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, ‘৬টি ল্যাব ও হাসপাতালে অভিযানে গিয়ে আমরা বিভিন্ন অনিয়ম দেখেছি। নিবন্ধনের কাগজপত্র না থাকা, পরিবেশগত ছাড়পত্র না থাকাসহ অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে সেবা দেওয়ায় চারটি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এখন যদি তারা নির্দেশনা না মানে তবে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ট্রিটমেন্ট হাসপাতাল ও পলি হাসপিটালে সেবার মূল্য প্রদর্শিত করা হয়নি এবং ২০২২ এর অনলাইনের আবেদন পাওয়া যায়নি। তবে হাসপাতালের সব কাগজপত্র সঠিক পাওয়া গেছে। এসময় তাদেরকে সেবার মূল্য প্রদর্শন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরদিকে, ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ ও নবায়নবিহীন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের সময় বেঁধে দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (২৯ মে) শেষ হচ্ছে বেঁধে দেওয়া সেই সময়। এর মধ্যে যেসব অনিবন্ধিত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হবে না, সেসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর। শনিবার (২৮ মে) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন।

শেয়ার