Top
সর্বশেষ

কেশবপুরে কাজী নজরুলের জন্মজয়ন্তী 

২৮ মে, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ
কেশবপুরে কাজী নজরুলের জন্মজয়ন্তী 
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

 

কেশবপুরে শুক্রবার সন্ধ্যায় পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। পাঁজিয়ায় সংগঠনের কার্যালয়ে জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাপস মজুমদারের সঞ্চালনায় আলোচনা করেন নাট্যকার দেবাশীষ চক্রবর্তী, প্রধান শিক্ষক আব্দুল হামিদ, প্রধান শিক্ষক প্রভাত কুন্ডু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি তাপস দে, সংগঠনের সহসভাপতি সমীর দাস, শিক্ষক তাপস বিশ্বাস, আলী আব্বাস, আব্দুল জলিল, প্রনব মন্ডল মানব, মহিউদ্দীন আহম্মেদ প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী সত্যজিৎ চক্রবর্তী, কবি দীপক বসু, সুব্রত বসু, মিহির বসু ও শিশুশিল্পী নুপুর নন্দিতা এবং সঙ্গীত পরিবেশন করেন শিল্পী উজ্জ্বল ব্যানার্জী।

শেয়ার