চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন ও জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুনের হুঁশিয়ারির ১৬ ঘন্টার মধ্যে র্যাব থেকে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার হয়েছে। রোববার (২৯ মে) ভোর সাড়ে চারটার দিকে অস্ত্রটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন।
পুলিশ জানায়, রোববার ভোর সাড়ে চারটার দিকে নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যক্তি সাউথ-আফ্রিকা থেকে কল দিয়ে বলেন জামালপুর এলাকার হাসা বাবুলের বাড়ির সামনে রাখা আছে অস্ত্রটি। পুলিশ অস্ত্রটি তার দেয়া তথ্যমতে উদ্ধার করে।
জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন জানান, অস্ত্রটি উদ্ধারের সময় অস্ত্রের সাথে একটি চিরকুট পাওয়া যায়। সেটিতে লিখা ছিলো ঘটনার দিন কেউ একজন র্যাবের এর হাতে বাড়ি দিলে অস্ত্রটি পড়ে যায়। পরে তিনি উদ্ধার করেন। তবে তিনি ভয়ে অস্ত্রটি পুলিশের কাছে হস্তান্তর করতে সাহস পাননি এবং এর জন্য ক্ষমাপ্রার্থী।
উল্লেখ্য, বুধবার (২৫ মে) সন্ধ্যায় মাদক উদ্ধারে মিরসরাইয়ে অভিযানে আসলে মাদক ব্যবসায়ীরা ডাকাত আখ্যা দিয়ে সাদা পোশাকে থাকা র্যাব সদস্যদের ওপর হামলা করে। এতে র্যাবের দুই সদস্যসহ ৩ জন আহত হয়। এসময় র্যাবের ২টি অস্ত্র ছিনতাই হয়ে যায়।
শনিবার বারইয়ারহাট পৌর বাজারে ব্যবসায়ীদের সাথে শান্তি সমাবেশ করে পৌর মেয়র রেজাউল করিম খোকন ও আইনশৃঙ্খলা বাহিনী। এইসময় জোরারগঞ্জ থানার ওসি ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় অস্ত্র জমা দেয়ার জন্য।