কুষ্টিয়া শহরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় শিরন বিশ্বাস (৪০) নামে একজন ভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ মে) দুপুরের দিকে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া মোড় এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে। এসময় আরও দুজন ভ্যান যাত্রী আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী।
নিহত শিরন বিশ্বাস কুষ্টিয়া শহরের হাউজিং সি ব্লক দক্ষিনপাড়া বস্তি এলাকার পাঞ্জু বিশ্বাসের ছেলে। সে পেশায় একজন শ্রমিক।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ৩টার দিকে শহরের চৌড়হাস মোড় এলাকা থেকে ভ্যান যোগে হাউজিং এলাকায় (বাড়ি) যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন শিরন। পথিমধ্যে মোল্লাতেঘরিয়া মোড় এলাকায় পৌঁছালে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের হাজী শরিয়ত উল্লাহ এতিমখানার সামনে বিপরীতগামী একটি ছয় চাকার ট্রাক সামনাসামনি ধাক্কা দেয়। ট্রাকটি কুমারখালী থেকে কুষ্টিয়ায় যাচ্ছিলো। ট্রাকের ধাক্কায় পাখীভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ভ্যানে থাকা যাত্রী শিরন বিশ্বাস ঘটনাস্থলে মারা যায় এবং অপর দুইজন ভ্যান যাত্রী গুরুতর আহত হন।
ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে এসে দ্রুত আহতদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে পুলিশ এসে শিরন বিশ্বাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবং আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।