Top

নোয়াখালীতে অর্থ আত্মসাতের মামলায় ৫ জনের ৪৮ বছরের কারাদণ্ড

২৯ মে, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ
নোয়াখালীতে অর্থ আত্মসাতের মামলায় ৫ জনের ৪৮ বছরের কারাদণ্ড

নোয়াখালীর চাটখিল উপজেলার ‘পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামের একটি সমিতির সদস্যদের আমানত ও শেয়ার মূলধনের ১ কোটি ৫৮লাখ ৪শত ৬৭টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুর রব হেলাল’সহ ৫ জনকে ৪৮ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একইসাথে আসামিদের ৪ কোটি ৪৭লাখ ৭২হাজার ৭৪৮টাকা অর্থদণ্ড করা হয়।

রোববার বিকেলে নোয়াখালী জেলা স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, সমিতির চেয়ারম্যান আবদুর রব হেলাল, সহ-সভাপতি আমিন উল্যাহ, সেক্রেটারী সফিউল আলম, তাঁর স্ত্রী সমিতির সদস্য সুলতানা পারভিন ও সমিতির সদস্য উম্মে কুলসুম।

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, আব্দুর রব হেলাল ও দণ্ডপ্রাপ্তরা সবাই তাদের নিজেদের মধ্যে তথ্য আদানপ্রদান এবং একে অন্যের সহযোগিতার মাধ্যমে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি সমিতি প্রতিষ্ঠা করে। পরে সমিতির সদস্যদের কাছ থেকে আমানত এবং শেয়ার মূলধন বাবদ ১কোটি ৫৮লাখ ৪৬৭ টাকা সংগ্রহ করে। প্রতারণার মাধ্যমে এ অর্থগুলো তারা ৫জন আত্মসাৎ করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে। এ ঘটনায় গত ২০১৮ সালে দুদক নোয়াখালীর বর্তমান সহকারি পরিচালক সুবেল আহাম্মেদ বাদি হয়ে চাটখিল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আবদুর রব হেলাল’সহ উল্লেখিত ৫জনকে আসামী করা হয়। তদন্ত শেষে ২০২১সালে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এ কর্মকর্তা।

জেলা দুদকের পিপি এ্যাডভোকেট আবুল কাশেম বলেন, আসামি আবদুর রব হেলালের উপস্থিতিতে রোববার দুপুরে মামলার শুনানি শুরু করেন বিচারক। শুনানি শেষে বিচারক আসামি আবদুর রব হেলালকে পৃথক ধারায় ২৭বছরের কারাদণ্ড ও ২ কোটি ৯২লাখ ৭২হাজার ৭৮৪টাকা অর্থদণ্ড করেন। অপর ৪ আসামিকে ২১ বছরের কারাদণ্ড ও ১ কোটি ৫৫লাখ টাকা অর্থদণ্ড করেন। এ চার আসামি বর্তমানে পলাতক রয়েছে।

শেয়ার