স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য প্রশাসন অভিযান চালিয়ে নিবন্ধন না থাকায় শাহরাস্তি উপজেলায় দুইটি হাসপাতাল ও দুইটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য প্রশাসন।
২৯ মে রবিবার বিকেলে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার উয়ারুক, শাহরাস্তি গেইট দোয়াভাংগা ও কালিবাড়ীতে অবস্হিত চারটি প্রতিষ্ঠানে সিলগালা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাসির উদ্দিন জানান, নিবন্ধন না থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। এতে মেহের কালীবাড়ি বাজারে অবস্থিত মা ও শিশু হাসপাতাল, মা ও শিশু ডায়াগনস্টিক সেন্টার, শাহরাস্তি গেইট দোয়াভাংগায় নিউ এ্যপোলো ডায়াগনস্টিক সেন্টার, উয়ারুক বাজারে অবস্থিত কেয়ার হসপিটাল এন্ড ট্রমা সেন্টার সিলগালা করা হয়। তিনি জানান, নিবন্ধন বিহীন প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।