Top

রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

৩০ মে, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ
রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু
রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটির সদরে বন্য হাতির আক্রমণে তাপসী চাকমা (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৩০মে) ভোরে জীবতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মারা যাওয়া বৃদ্ধা গোপাল চন্দ্র চাকমার স্ত্রী এবং ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে- সোমবার ভোরে তাপসী চাকমা নিজ বাড়ির আঙিনায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে বন্য হাতির আক্রমনের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান। জীবতলী ইউনিয়নে পাহাড়ি গ্রামের আশপাশে দীঘদিন ধরে বণ্যহাতীর পাল বিচরণ করছে। প্রায় প্রতিদিনই বন্য হাতির পাল গ্রামের লোকালয়ে ডুকে ঘর বাড়ি ও ফসল বিনষ্ট করছে । বন্য হাতির আক্রমনে বেশ কয়েকজন লোক মারা গেছে বলে তারা জানান ।

জীবতলী ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার ধন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- বর্তমানে গ্রামবাসী আতংকে দিন কাটাচ্ছে। বন্য হাতির আক্রমনে গ্রামবাসী অতিষ্ট।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

শেয়ার