Top
সর্বশেষ

২৪টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল  বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ

৩১ মে, ২০২২ ১১:০২ পূর্বাহ্ণ
২৪টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল  বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ
নড়াইল প্রতিনিধি :

নড়াইলে ২৪টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে এসব ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়।

নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সুব্রত হালদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৪টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিকের মধ্যে ১৪টি নিজ উদ্যোগে বন্ধ হয়েছে। বাকি ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালানর মাধ্যমে সিলগালাসহ বন্ধ করা হয়েছে।

সিলগালাকৃত ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিকগুলোহ হচ্ছে- নড়াইল সদরের শেখ এক্সরে, ফিরোজা এক্সরে ও ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, লোহাগড়া উপজেলার লোহাগড়া ডায়াগনস্টিক সেন্টার, আনিকা ডায়াগনস্টিক সেন্টার, খান জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, কালিয়া উপজেলার রোকেয়া এক্সরে অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হাজী খান রওশন আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক ক্লিনিক ও জিয়া জেনারেল হাসপাতাল।

তিনি আরও বলেন, নড়াইল সদর উপজেলায় ছয়টি, লোহাগড়ায় ৯টি ও কালিয়া উপজেলায় ৯টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। নড়াইলে ৬৪টি নিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।

নড়াইলের সিভিল সার্জন ডাঃ নাসিমা আকতার বলেন, অভিযান পরিচালনা করে অনিবন্ধিত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিকে বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে নিবন্ধন ও নবায়নের মাধ্যমে সেবার মান নিশ্চিত করে ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিকগুলো তাদের সেবা কার্যক্রম শুরু করতে পারবে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় নড়াইলে জনগণের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার