Top

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৯ দোকানিকে অর্থদণ্ড

৩১ মে, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৯ দোকানিকে অর্থদণ্ড
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওজনে কারচুপি, মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অপরাধে ১৯ দোকানিকে ৪৫ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) বেলা ১১ টায় উপজেলার বসুরহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় মুদি দোকানের মূল্য তালিকা ও প্রয়োজনীয় লাইসেন্স , গরু মাংসের দোকানদার ওজনে কারচুপি ও মূল্য তালিকা না থাকায়, মাছ বাজারে ওজনে কারচুপি ও পচা মাছ রাখায় এবং সবজি বিক্রেতা বেশি মূল্যে সবজি বিক্রি করায় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ ও ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ অনুযায়ী ১৯ টি মামলায় ৭ জন মুদি দোকানদার, ২ জন মাছ দোকানদার,৬ জন মাংস দোকানদার, ২ সবজি বিক্রেতা, ১ জন পোল্ট্রি মুরগি ও ১ জন লিচু বিক্রেতাকে ৪৫ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন এ অভিযান চালায় এবং এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় তিনি সবাইকে নিয়ম কানুন মেনে চলার আহবান জানান এবং সবাইকে ন্যায্য মূল্যে ও মূল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা প্রদান করেন।

শেয়ার