Top

চট্টগ্রামে আরও দুই জনের করোনা শনাক্ত

০২ জুন, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ
চট্টগ্রামে আরও দুই জনের করোনা শনাক্ত
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তবে একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। বৃহস্পতিবার (২ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ২৬১ জনের নমুনা পরীক্ষায় দুই জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। আক্রান্ত দুইজনই নগরীর বাসিন্দা। শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬৫৫ জন। আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৯২ হাজার ১১৪ জন এবং ৩৪ হাজার ৫৪১ জন বিভিন্ন উপজেলার।

২০২০ সালের ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬২ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরীর, বিভিন্ন উপজেলায় ৬২৮ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার