Top

দ্রব্যমূল্যে দিশেহারা রায়পুরবাসি

০৪ জুন, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ
দ্রব্যমূল্যে দিশেহারা রায়পুরবাসি
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

সকাল প্রায় ৭.১৫ মিনিট গরুর মাংসের দোকানে এলেন হাবিবুর রহমান।ছোট মেয়ে বাসা থেকে বেরোনোর সময় বাবাকে জানাল মাংস খাবে। তাই দোকানে মাংস কিনতে এলেন হাবিবুর। দাম জানতে চাইলে দোকানী জানালেন ১ কেজি মাংসের দাম ৭০০ টাকা।

দাম শুনে পকেটের পরিস্থিতি বিবেচনায় মুহুর্তেই একটি দীর্ঘশ্বাস ছেড়ে দোকান ত্যাগ করলেন হাবিব। পরে অবশ্য গরুর মাংসের বদলে দেড় কেজির একটি বয়লার মুরগী নিলেন পেশায় দিনমজুর হাবিবুর রহমান। যার কেজি প্রতি মূল্য ছিলো প্রায় ১৭০ টাকা। শুধু মাংস নয় এরকম প্রায় সকল পণ্যেরই দাম আগের তুলনায় বেড়েছে লক্ষ্মীপুরের রায়পুরের কাঁচাবাজারে।

আলু,চিনি,মসলা,গুঁড়া মরিচ, রসুন,আদা সহ গৃহে ব্যবহার্য প্রায় সকল খাদ্য পণ্যের মূল্য বেড়েছে লক্ষ্যণীয় মাত্রায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন করে দাম না বাড়লেও বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে করলা। কাঁচা পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা।

এ সবজিগুলোর দাম সপ্তাহের ব্যবধানে না বাড়লেও পটল, ঢেঁড়স, ঝিঙে, চিচিঙ্গার দাম কিছুটা বেড়েছে। পটলের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৪০ টাকা। ঢেঁড়সের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৪০ টাকা। ঝিঙে ও চিচিঙ্গার কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৪০ টাকা।

রায়পুর শহরের ভ্যানযোগে বিভিন্ন স্থানে কাঁচামাল বিক্রিয় করা শরিফ নামের এক ব্যবসায়ী জানান, পাইকার এবং মাঠ পর্যায়ের কৃষকদের থেকে অধিক দামে পন্য কিনতে হয় বলেই বাড়তি দামে খুচরা ক্রেতাদের কাছে পন্য বিক্রয় করছেন তারা।

উপজেলাধীন কেরোয়া গ্রামের কৃষক কবির হোসেনের সাথে কথা বলে জানা যায়, বীজ,কীটনাশক সহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় বাড়তি দামে খুচরা ব্যাবসায়ীদের কাছে পণ্য বিক্রয় করতে বাধ্য হচ্ছেন তারা।

 

শেয়ার