“মিরসরাইয়ে অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেই” শিরোনামে দেশের অন্যতম জাতীয় দৈনিক বানিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশ করায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। সংবাদ প্রকাশের পর থেকে মিরসরাইয়ে অভিযান শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।
এরই ধারাবাহিকতায় মিরসরাই উপজেলায় নিয়ম-নীতির তোয়াক্কা ও অনুমোদন ছাড়াই অবস্থিত ১টি হাসপাতাল, ৩টি ডায়াগনিষ্টিক সেন্টার ও ১টি ফিজিওথেরাপি সেন্টার বন্ধ বন্ধ করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন ।
শনিবার ( ৪ জুন ) দুপুরে মিরসরাই উপজেলায় বিভিন্ন বাজারে অবস্থিত বড়তাকিয়া চক্ষু হাসপাতাল,নিউ মোহাম্মদিয়া ল্যাব,আবুতোরাব ডায়াগনস্টিক সেন্টার,রিয়েল ডায়াগনসন্টিক সেন্টার,ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈধ কোনো কাগজপত্র এবং সরকারের অনুমোদনের কাগজপত্র না থাকায় বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন জানান, উপজেলার কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করে নিবন্ধন না থাকায় একটি চক্ষু হাসপাতাল, ৩টি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ফিজিওথেরাপি সেন্টার সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধকৃত কোন প্রতিষ্ঠান যদি স্বাস্থ্য বিভাগের অনুমতি ছাড়া প্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা করে তাহলে জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান উপজেলা ব্যাপী অব্যাহত থাকবে বলে জানান তিনি।