Top

মীরসরাইয়ে পরিবেশ দিবস পালিত

০৫ জুন, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ
মীরসরাইয়ে পরিবেশ দিবস পালিত

প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন এই শ্লোগানে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলার মত মীরসরাই উপজেলাইও পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

০৫জুন (রবিবার) মীরসরাইয়ের অন্যতম সামাজিক সংগঠন গ্রীন মীরসরাইয়ের উদ্যোগে মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ইকোনোমিক জোনের মহাসড়কের পাশে গাছ লাগিয়ে দিবসটি পালন করে। মীরসরাই প্রত্যন্ত অঞ্চলে সামাজিক রাজনৈতিক অঙ্গ সংগঠনের আয়তায় বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপন করা হয়।

এসময় গ্রীন মীরসরাইয়ের সংগঠক আসিফ নিজামীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ও আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল। এছাড়া আরো উপস্থিতি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূাঁঞা, উপজেলা ছাত্রলীগের আহাব্বায়ক মাসুদ করিম রানা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

পরিবেশের প্রতি দয়ালু হওয়া আমাদের কর্তব্য, এছাড়া মীরসরাই কিছু দিনের মধ্যে অর্থনৈতিক অঞ্চল হবে, সবাই টাকা বিনিয়োগ করবে টাকা তুলবে কিন্তু পরিবেশের কথা কেও চিন্তা করবে না। দিন শেষে আমাদেরকে মীরসরাই পরিবেশ ঠিক রাখার জন্য কাজ করতে হবে বলে বলেন মাহবুবুর রহমান রুহেল। তিনি আরো বলেন উন্নয়ন হোক তবে পরিবেশ বান্ধব উন্নয় করার আহব্বান জানান সকল মীরসরাইবাসীকে।

 

শেয়ার