চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার ভাটিয়ারিতে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে কর্মরত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মো. আলাউদ্দিনের (৩৫) দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ জুন) সকাল সাড়ে ১০ টায় আলাউদ্দিনের নিজ বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের বড় মুন্সি বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে সকাল সাড়ে ৮ টায় স্থানীয় প্রাইমারী স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, নিহত আলাউদ্দিনের পরিবারের সদস্যরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের বড় মুন্সি বাড়ির আব্দুর রশিদের ছেলে আলাউদ্দিন। ১৫ বছর আগে ফায়ারম্যান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি নেন তিনি। তার প্রথম কর্মস্থল ছিল ঢাকা, পরবর্তীতে ফেনী, চট্টগ্রামর আগ্রাবাদ, নোয়াখালীর সোনাইমুড়ী, কুমিল্লা এবং সর্বশেষ চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশন। ফায়ারম্যান আলাউদ্দিনের অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ১১টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। এরপর তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ সময় এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে ছড়িয়ে পড়ে আগুন। কনটেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। ভেঙে পড়ে আশপাশের বাড়িঘরের জানালার কাচ। হতাহত হয় ফায়ার সার্ভিসের কর্মীসহ অসংখ্য মানুষ। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।