Top

সীতাকুণ্ডে এখনও জ্বলছে আগুন:ঢাকা থেকে এলো ‘হাজমত টেন্ডার’

০৬ জুন, ২০২২ ১:২৭ অপরাহ্ণ
সীতাকুণ্ডে এখনও জ্বলছে আগুন:ঢাকা থেকে এলো ‘হাজমত টেন্ডার’
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কন্টেইনার ডিপোতে আগুন নেভাতে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ‘হাজমত টেন্ডার’ সহ বিশ জনের একটি টিম এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে এখনও আগুন জ্বলছে। এখন গার্মেন্টস আইটেমে আগুন জ্বলছে।

জানা গেছে, ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ‘হাজমত টেন্ডার’র দুটি গাড়িসহ বিশ জনের একটি দল আগুন নেভাতে অংশ নিচ্ছেন। যদিও কন্টেইনারে রাসায়ানিক দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন লাগার পর থেমে থেমে বিস্ফোরণ হয়েছিল। ৩৬ ঘন্টা পার হলেও সেই আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছিল, পানির সংকট ও যাওয়ার পথ না থাকাতে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে তাদের।

স্থানীয় সূত্র জানায়, কনটেইনারগুলো সরানোর জন্য হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট আনছে ডিপো কর্তৃপক্ষ। এখনও কন্টেইনারে আগুন জ্বলছে, তবে বিস্ফোরণ হচ্ছে না। ধারণা করা হচ্ছে গার্মেন্ট আইটেম কন্টেইনারগুলো জ্বলছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানায়, ৪টি ইউনিট পানি দিয়ে কনটেইনার ঠাণ্ডা রাখার ব্যবস্থা করা হয়েছে। কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত ইক্যুইপমেন্ট রয়েছে। লজিস্টিক সাপোর্ট পেলে ৫-৬ ঘণ্টায় পুরো আগুন নেভাতে সক্ষম হবো।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মনির হোসেন বলেন, ৬টি টিম রেডি করেছি। ৮-১০ টি কনটেইনারে আগুন আছে। আলাদা করে আগুন নেভানো হবে। কেমিক্যাল আগুন নেভাতে ২টি হাজমত টেন্ডারসহ (গাড়ি) ২০ জনের টিম ঢাকা থেকে এসেছি।

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে সোমবার সকাল পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছেন। চমেক হাসপাতাল, জেনারেল হাসপাতাল, পার্কভিউ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন অগ্নিদগ্ধ শতাধিক শ্রমিক, কর্মকর্তা।

শেয়ার