সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে মো. রশিদ আহাম্মদ (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযুক্ত রশিদ আহাম্মদ চট্টগ্রামের বাঁশখালী থানার সাহাব মিয়া ওরফে ছাম মিয়ার ছেলে। ভিকটিম শিশুর পরিবারের দায়ের করা মামলার জেরে প্রায় ১১ মাস পর রশিদকে চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে বলে দাবি করেছে র্যাব-৭।
বুধবার (৮ জুন) তাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে র্যাবের মিডিয়া শাখা।
ভুক্তভোগী পরিবারের বরাতে র্যাবের কর্মকর্তারা জানান, গেল বছর ১৯ জুলাই মায়ের সাথে বাঁশখালীর বাহাছড়া এলাকায় নানা বাড়ি বেড়াতে যায় ভিকটিম শিশুটি। ওই দিন দুপুরে একা পেয়ে তাকে ফুসলিয়ে নিজের বাসায় নিয়ে যান অভিযুক্ত রশিদ। সেখানে ধর্ষণ করে পালিয়ে যান তিনি। পরে এ নিয়ে মামলা দায়ের আত্মগোপনে থেকে ভিকটিম শিশুটির পরিবারকে হুমকি দিতে থাকে। পরে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ছায়াতদন্তে নামের র্যাব। প্রায় ১১ মাস পর গত সোমবার খুলশীর নাসিরাবাদ তুলাতুলী এলাকায় অভিযান চালিয়ে রশিদকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, এ ঘটনার পরদিন বাঁশখালী থানায় মামলা দায়ের হয়। পরে মেডিকেল রিপোর্টের ওপর ভিত্তি করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন মামলা তদন্ত কর্মকর্তা। মেডিকেল রিপোর্ট অনুযায়ী ভিকটিমের শরীরে ধর্ষণের যথেষ্ট আলামত পাওয়া যায়। সবশেষ গত সোমবার নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত রশিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।