‘বিয়ের পর থেকেই পালসার গাড়ি যৌতুকের দাবি করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। ভাঙা গড়ার তিন বছরের সংসারে তাঁদের কোলজুড়ে ছয় মাসের শিশু ছেলে রোহান। এই ছেলে বেশি খায় কেন? এখন ছেলে খাওয়ার অভিযোগে যৌতুকের টাকা দাবি করছে। টাকা না দেওয়ায় লাটি ও ঝাড়ু দিয়ে বেধরক মারপিট করেছে স্বামী ও তাঁর ভাসুর।’
বুধবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় বসে চোখের জল ছেরে দিয়ে এমনটায় অভিযোগ তুলে বলছিলেন ইসরাত জাহান (২৩)। তিনি উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামের শাহিনুর রহমান সাগরের স্ত্রী ও সদর উপজেলার জিয়ারুখী ইউনিয়নের শিবপুর গ্রামের হাসান মন্ডলের ছোট মেয়ে।
তিনি বলেন, ‘ শুধু আমি নয়, গত মঙ্গলবার (৭ জুন) সন্ধায় সাগর ও তাঁর ভাই সবুর মোল্লা আমার মা নাছরিন বেগম ও ভাই রিয়নকে মারপিট করেছে। আমাদের মেরে ফেলতে চেয়েছিল। আমরা কোনমতে স্থানীয়দের সহযোগীতায় হাসাপাতালে ভর্তি হয়েছি।’
গৃহবধূ ইসরাত জাহান আরো বলেন, ‘ বাচ্চা বুকের দুধ পাইনা। প্রতিদিন এক কেজি করে দুধ কিনে খাওয়ায়। সাগর বলে এত দুধ খাওয়ানো যাবেনা। খাওয়াতে হলে বাপের বাড়ি থেকে টাকা আনতে হবে। এই বলেই ওরা মারপিট শুরু করে। আমার সাড়া শরীরে আঘাতের দাগ।’
এলাকাবাসী ও ভিকটিমের পরিবার সুত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে সাগরের সাথে ইসরাতের বিয়ে হয়। সাগর একটি সিমেন্ট কোম্পানিতে চাকুরি করে। বিয়ের পর থেকেই পালসার গাড়ি কেনার জন্য যৌতুক দাবি করে আসছে। যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় নিয়মিত ইসরাতের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে সাগর। এনিয়ে কয়েক দফায় পারিবারিক সালিশী বৈঠক করা হয়েছে।
আরো জানা গেছে, নির্যাতন সহ্য করতে না পেরে বেশকিছুদিন ধরে বাবার বাড়িতে বসবাস করছিলেন ইসরাত। সড়ক দুর্ঘটনার খবর দিয়ে গত মঙ্গলবার সন্ধায় ইসরাতকে ডেকে আনা হয়। ডেকে এনেই তাঁর উপর নির্যাতন চালায় স্বামী সাগর। খবর পেয়ে ইসরাতের মা ও বড় ভাই ছুটে আসে। পরে তাঁদের উপরও আক্রমণ করে সাগর ও তাঁর ভাই সবুর মোল্লা।
জামায়ও তাঁর ভাইয়ের আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরাতের মা নাছরিন বেগম বলেন, ‘ জামায় শুধু টাকা চাই। এতটাকা কোনতে দিব। টাকার জন্য সব সময় মেয়েকে মারপিট করে। এনিয়ে কয়েকবার সালিশ হয়েছে। সর্বশেষ মঙ্গলবার সন্ধায় মেয়েকে হত্যার উদ্দেশ্যে ডেকে নিয়ে ব্যাপক মারপিট করে। আমি আর ছেলে খবর পেয়ে গেলে, ওরা আমাদেরও মারধর করেছে।’
ইসরাতের ভাই রিয়ন বলেন, ‘ সাগর নিয়মিত যৌতুক দাবি করে আসছে। যৌতুক না পেয়ে বোন ও আমাদের উপর নির্যাতন করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। মামলা করা হবে।
গৃহবধূ ইসরাত জাহান বলেন, ‘ আমি যৌতুক লোভী অমানুষদের বিচার চাই। আর কোনো মেয়ের জীবন যেন নষ্ট করতে না পারে, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এবিষয়ে অভিযুক্ত স্বামী শাহিনুর রহমান সাগর মুঠোফোনে বলেন, ‘ আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিষয়টি নিয়ে পরে কথা বলা হবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন বলেন, ‘ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহৃ নিয়ে রাতে ভর্তি হয়েছে। যৌতুকের জন্য মারপিট কি না তা জানা নেই।’
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘ স্বামী স্ত্রীর মনোমালিন্য নিয়ে মারপিটের খবর পাওয়া গেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
বিপি/এসকে