রাঙামাটি জেলা বিএনপি’র নেতৃত্বে সভাপতি পদে দীপন তালুকদার দীপু এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (০৯জুন) রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলা শাখার উপ-নির্বাচন কাউন্সিলরা প্রত্যক্ষ ভোট প্রয়োগ করে প্রিয় নেতৃত্ব বেছে নিয়েছেন।
কাউন্সিলে সভাপতি পদে বিজয়ী দীপন তালুকদার দীপু পেয়েছেন- ৭৪ভোট। তার নিকটতম প্রতিদ্বিন্ধী সাইফুল ইসলাম ভুট্টো পেয়েছেন- ৭৩ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন পেয়েছেন ৭৭ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির পেয়েছেন- ৬৯ভোট। কাউন্সিলে মোট বিএনপি’র ১৫০জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে সকালে সম্মলেনে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন-কেন্দ্রীয় বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনকি সম্পাদক মাহেবুবের রহমান শামীম।
জেলা বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ন আবু নাছের’এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুনুর রশীদ।
সর্বশেষ ২০২১সালের ১৩নভেম্বর রাঙামাটি জেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। এতে হাজী মো. শাহ আলম সভাপতি এবং দীপন তালুকদার দীপু সাধারণ সম্পাদক এবং সাইফুল ইসলাম শাকিল সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। কিন্তু সভাপতি সভাপতি হাজী শাহ আলম মৃত্যু বরণ করায় পদটি শূন্য হলে উপ-নির্বাচনে সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে সভাপতি পদে নির্বাচনে অংশ নিলে সভাপতি, সাধারণ সম্পাদক পদ দু’টি শুন্য হয়ে পড়ে। যে কারণে দু’টি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।