Top

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রায়পুরে বিক্ষোভ

১০ জুন, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ
মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রায়পুরে বিক্ষোভ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা শহরসহ বেশ কয়েকটি ইউনিয়নে মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন ) বাদ জুমা উপজেলার রায়পুর বড় মসজিদ, চর আবাবিল ইউনিয়ন,কেরোয়া, বামনীসহ বেশ কয়েকটি এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের । উপজেলাব্যাপী জুমার নামাজের পর এ কর্মসূচির আয়োজন করে উপজেলার সাধারণ মুসল্লীরা।

এসময় মুসলিম জনসাধারণ অভিযুক্ত ভারতীয় জনতা পার্টির নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে। তাছাড়াও রাষ্ট্রীয়ভাবে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি আহবান জানায় বিক্ষোভে অংশগ্রহণকারী ধর্মপ্রাণ মুসলিম জনতা।

বিক্ষোভ মিছিল শেষে পথ সমাবেশ কর্মসূচিতে বক্তারা বলেন,আমরা আজ একটি বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি বাস্তবায়ন করেছি। এ ঘটনায় অভিযুক্ত ব্যাক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবী জানাই।

প্রতিকূল আবহাওয়া ও তীব্র গরমকে উপেক্ষা করে পৃথক পৃথক এ প্রতিবাদ মিছিল ও কর্মসূচিতে প্রায় অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণ অংশগ্রহন করেন। উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বেশ কয়েকজন সাংবাদিক পৃথক পৃথক ভাবে এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে গত সপ্তাহে ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলে বিতর্কের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন নুপুর শর্মা। একই বিষয় নিয়ে আবার টুইটারে পোস্ট দেন নবীন কুমার। এ নিয়ে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। শুরু হয় বিক্ষোভ-প্রতিবাদ। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে সংঘর্ষের ঘটনাও। আর এরপর থেকেই উত্তাল হয়ে পড়ে মুসলিম বিশ্ব।

শেয়ার