একটি সৃজনশীল মাধ্যম হিসাবে ই-স্পোর্টস ইতোমধ্যে বিশ্ব জুড়ে গেমিং উত্সাহীদের নজর কেড়ে নিয়েছে। পিছিয়ে নেই বাংলাদেশও । দেশের তরুণ, প্রাপ্তবয়স্ক এমনকি পেশাদার কর্মজীবীদের কাছেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ই-স্পোর্টস। দেশে ক্রমবর্ধমান ভক্তদের চাহিদা বিবেচনায় নিয়ে টাইটেল স্পন্সর হিসেবে ডিসকভারি ওয়ান লিমিটেডের আয়োজনে ১১ জুন শুরু হয়েছে ডি১ কাপ বাংলাদেশ ২০২২ (ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ)।
এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৪০ লাখ ৫০ হাজার টাকার প্রাইজপুলের সাথে চ্যাম্পিয়নশিপের ঘোষণা দিয়েছে ডিসকভারি ওয়ান লিমিটেড।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেকো-ইশো ভেঞ্চার ক্যাপিটাল-এর সিইও প্রত্যয় হোসেন; ডেকো-ইশো ভেঞ্চার ক্যাপিটাল-এর সিওও মো: মাসুদুর রহমান; প্যারামাউন্ট ভেঞ্চার ক্যাপিটাল-এর সিইও সাদাব হোসেন; লেভেল সেভেন সলিউশনস লিমিটেড ও জেনেটিক ইস্পোর্টস-এর সিইও মো: অলিউর রহমান সোহান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত আয়োজকবৃন্দ ই-স্পোর্টস গেমিং সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেন। বাংলাদেশে ই-স্পোর্টসের জন্য একটি মাইলফলক স্থাপন করা এবং এই সেক্টরে দেশের অগ্রগতি তরান্বিত করাই এই আয়োজনের উদেশ্য।
টুর্নামেন্ট প্রসঙ্গে, ডেকো-ইশো ভেঞ্চার ক্যাপিটাল-এর সিইও প্রত্যয় হোসেন বলেন, “বাংলাদেশে এত বড় পরিসরে এর আগে কোন ই-স্পোর্টস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। তাই দেশের গেমারদের এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পেরে আমরা ভীষণ আনন্দিত। আমার বিশ্বাস, এই টুর্নামেন্ট থেকে অসংখ্য তরুণ ও প্রতিভাবান গেমারদের আমরা খুঁজে পাবো।”